সিলেটটুডে ডেস্ক

০২ ফেব্রুয়ারি , ২০২০ ২২:৩৯

ঢাকায় ভোট বেড়েছে সিপিবির

সদ্য সমাপ্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী আগের নির্বাচনের চাইতে সাতগুণ বেশি ভোট পেয়েছেন।

এবার উত্তর সিটির নির্বাচনে মেয়র পদে সিপিবির মনোনয়ন পেয়েছিলেন দলটির কেন্দ্রীয় নেতা ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল। তিনি এবার দলীয় কাস্তে প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৫১২২ ভোট। গতবার উত্তর সিটি নির্বাচনে সিপিবির মনোনয়ন পেয়েছিলেন দলটির আরেক কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল ক্বাফি রতন। তিনি হাতি মার্কা নিয়ে পেয়েছিলেন ২৪৭৫ ভোট।

এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সিপিবির কোন প্রার্থী ছিলেন না।

২০১৫ সালের উত্তর সিটি নির্বাচনে বৈধ ভোট পড়েছিল ৮ লাখ ৪১ হাজার। এর মধ্যে সিপিবি পেয়েছিল শূন্য দশমিক ২৯ শতাংশ। অন্যদিকে, ইভিএমে এবার বৈধ ভোট পড়েছে ৭ লাখ ৬০ হাজার ৬৫৮। প্রদত্ত ভোটের মধ্যে ১ দশমিক ৯৯ শতাংশ ভোট পেয়েছে সিপিবি। যা আগের চেয়ে প্রায় সাতগুণ বেশি।

গতবার উত্তর সিটিতে সিপিবির আব্দুল্লাহ আল ক্বাফি রতন ছাড়াও অংশ নিয়েছিলেন বামপন্থি দলগুলোর মধ্যে গণসংহতির জোনায়েদ আবদুর রহিম সাকি। তিনি টেলিস্কোপ মার্কা নিয়ে পেয়েছিলেন ৭৩৭০ ভোট।

ফল বিশ্লেষণে দেখা যায় এবার সিপিবির প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল আগেরবারের আব্দুল্লাহ আল ক্বাফি রতন ও জোনায়েদ আবদুর রহিম সাকির সম্মিলিত ভোটের চাইতে বেশি ভোট পেয়েছেন।

এবারের নির্বাচনে ঢাকা উত্তরে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মো. আতিকুল ইসলাম নৌকা প্রতীকে ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট, বিএনপির তাবিথ আউয়াল ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের শেখ ফজলে বারী মাসউদ ২৮ হাজার ২০০ ভোট, কাস্তে প্রতীকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল পেয়েছেন ১৫ হাজার ১২২ ভোট।

আপনার মন্তব্য

আলোচিত