বড়লেখা প্রতিনিধি

২৩ মে, ২০২০ ২৩:২৮

বড়লেখায় শ্রমিক লীগ নেতার উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চান্দগ্রামে ১৫০ জন শ্রমিকের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মে) জাতীয় শ্রমিক লীগ কাতার শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি তাজুল ওয়াহিদের
উদ্যোগে, ঈদসামগ্রী বিতরণ করা হয়।

প্রবাসে থাকায় স্বজন আবুল হোসেনের মাধ্যমে করোনাভাইরাস পরিস্থিতিতে সংকটে থাকা এসব মানুষের কাছে ঈদসামগ্রী পৌঁছে দেন।

এসময় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আলম খান ও সহসভাপতি কয়েছ আহমেদ, মাইক্রো-কার শ্রমিক ইউনিয়ন সভাপতি আলী হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ট্রাক, ট্যাংক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি আ. মতিন মেহের, সাধারণ সম্পাদক হোসেন আহমদ প্রমুখ উপস্থিত
ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত