সিলেটটুডে ডেস্ক

১৩ অক্টোবর, ২০২০ ১৮:৪৪

রায়হানের মৃত্যু: সিলেট জেলা বিএনপির নিন্দা

সিলেটে পুলিশের হেফাজতে রায়হান আহমদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা বিএনপি। অবিলম্বে এই নৃশংস বর্বর হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার এ নিন্দা জানান।

তিনি বলেন, দেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত পুণ্যভূমি সিলেটের মাটিতে নিরীহ যুবককে পুলিশ ফাঁড়ির ভিতরে পিটিয়ে হত্যার নির্মম ঘটনায় সিলেটবাসী বিস্মিত ও ক্ষুব্ধ। এমন বর্বরতার সাক্ষী হতে হবে সিলেটবাসী তা কোনদিন কল্পনাও করেনি। ঐতিহ্যবাহী এমসি ছাত্রাবাসে ছাত্রলীগ কর্তৃক স্বামীকে বন্দী করে গৃহবধূকে গণধর্ষণের জঘন্য ঘটনার রেশ কাটতে না কাটতেই বন্দরবাজারের মতো স্থানের পুলিশ ফাঁড়ির ভিতরে যুবককে পিটিয়ে হত্যার নির্মমতা আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। এমসি ছাত্রাবাসে ছাত্রলীগ ও থানার অভ্যন্তরে সরকারের পেটুয়া বাহিনী পুলিশ, কোন স্থানেই মানুষের জানমাল ও মহিলাদের ইজ্জত আব্রু রক্ষা করা যাচ্ছে না। দেশে ন্যায় বিচার না থাকায় ছাত্রলীগ অপকর্ম করছে আর আইনের শাসন না থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য মানুষ হত্যার নৃশংসতায় মেতে উঠেছে। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত, মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকার তাদের দলীয় লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে। যার ফলে পুলিশ ফাঁড়ির ভিতরে মাত্র ১০ হাজার টাকা ঘুষের জন্য নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে ২ মাস বয়সী সন্তানের জনক রায়হান আহমদকে। এমন বর্বর ঘটনায় তাৎক্ষণিকভাবে ফাঁড়ির ইনচার্জসহ ৪ জনকে সাময়িক বরখাস্ত, ৩ জনকে প্রত্যাহার করা হয়েছে। এদেরকে শুধু প্রত্যাহার নয়, অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে পুলিশী হেফাজতে কাউকে নির্মমভাবে প্রাণ দিতে না হয়। অন্যথায় সিলেটবাসীর ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে গেলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমরা রায়হানের মাগফেরাত কামনা করি ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ন্যায় বিচার নিশ্চিতের স্বার্থে জেলা বিএনপি নিহত রায়হানের পরিবার ও সিলেটবাসীর পাশে ছিল, আছে এবং থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত