সংবাদ বিজ্ঞপ্তি

১৫ ডিসেম্বর, ২০২১ ০১:১৫

বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তা সমিতির স্মারকলিপি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছে বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তা সমিতি।

স্মারকলিপিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এসএসসি উত্তীর্ণ বিজ্ঞান বিভাগ ব্যতিত অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ভর্তির আবেদনের যোগ্যতা অর্জনে মেকাপ কোর্স সম্পন্ন করার সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানানো হয়।

মঙ্গলবার কারিগরি শিক্ষা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোহাম্মদ রিহান উদ্দিনের কাছে এ স্মাকলিপি প্রদান করেন বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তা সমিতির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও  হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সুমন মিয়া, ইসলামি ব্যাংক ইন্সটিটিউট অব টেকনোলজি অধ্যক্ষ মোহাম্মদ মিরাজ উদ্দিন, সিলেট প্রফেশনাল টেকনিক্যাল ইন্সটিটিউট শিক্ষক ইমরান, হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হাসেম, বিভাগীয় প্রধান (নন টেক) রাফিউর রহমান রিজভি।

স্মাকলিপিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এ সিদ্ধন্ত বাস্তবায়িত হলে এসএসসিতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ব্যতিত অন্যান্য বিভাগের শিক্ষার্থীগণ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সে ভর্তির আগ্রহ হারিয়ে ফেলবে। ভর্তির প্রাক-মূল্যায়নে এ ধরনের সিদ্ধন্ত বাস্তবায়ন হলে বিজ্ঞান বিভাগ ব্যতিত অন্যান্য বিভাগের শিক্ষার্থীগণ এক ধরনের হীনমন্যতায় ভুগবে। যা কারিগরি শিক্ষায় সরকারের শিক্ষার্থী এনরোলমেন্টের হার বৃদ্ধির প্রক্রিয়াকে চরমভাবে বাধাগ্রস্ত করবে।

আপনার মন্তব্য

আলোচিত