সিলেটটুডে ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২১ ২২:৩০

সৈয়দ বুরহান উদ্দিনের মাজারে প্রধানমন্ত্রীর গিলাফ প্রদান

সিলেটের প্রথম মুসলমান শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (র.) মাজারে বার্ষিক পবিত্র ওরশ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গিলাফ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাজারে গিলাফ চড়ান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (র.) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মকন মিয়া, সহ সভাপতি শেখ ফরিদ উদ্দিন, মটু হাজী, মাজারের খাদেম হাজী আতাউর রহমান, সহকারি মোতওয়াল্লী অ্যাডভোকেট টিপু আহমদ, যুক্তরাজ্য প্রবাসী মো. মাহবুবুর রহমান মনজু, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল মুহাম্মদ সুজন প্রমুখ।

গিলাফ চড়ানো শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা গোফরানুল কারিম।

শফিকুর রহমান চৌধুরী বলেন, ৩৬০ আউলিয়ার পূণ্যভুমি সিলেটের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই আন্তরিক। তাই প্রতি বছর হযরত শাহ জালাল (র.), হযরত শাহ পরান (র.) ও হযরত বুরহান (র.) এর ওরশে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গিলাফ চড়ানো হয়।

এদিকে প্রতিবছর ১৯, ২০ ও ২১ ডিসেম্বর শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (র.) মাজারে বার্ষিক পবিত্র ওরশ অনুষ্ঠিত হয়। তবে করোনা পরিস্থিতিতে বিগত দুই বছরের মতো এবারো বৃহৎ পরিসরে সেখানে বার্ষিক ওরশ এ বছর হচ্ছে না। প্রশাসনের নির্দেশনার আলোকে মাজার কর্তৃপক্ষ এবার দোয়া মাহফিলের মাধ্যমে সীমিত পরিসরে পালন করছে পবিত্র ওরশ মেবারক।

আপনার মন্তব্য

আলোচিত