সিলেটটুডে ডেস্ক

১৮ এপ্রিল, ২০২২ ২৩:১৯

স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকারের ভূমিকা অপরিসীম: বীর মুক্তিযোদ্ধা মাসুক

স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকারের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

রোববার (১৭ এপ্রিল) সকালে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হলরুমে সিলেট জেলা তথ্য অফিস কর্তৃক ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক (রু.দা.) উজ্জ্বল শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী ওয়ালিউল্লাহ মোল্লা, সিনিয়র ইনস্টাক্টর মো. মাজেদুর রহমান ও মো. জাকির হোসেন।

বক্তারা মুজিবনগর দিবসের তাৎপর্য বিশ্লেষণ করে বক্তব্য উপস্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, স্বাধীন ও সার্বভৌম ভূখণ্ড হিসেবে বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয়ের সঙ্গে ঐতিহাসিক মুজিবনগর দিবস অঙ্গাঙ্গীভাবে জড়িত। ১৭ এপ্রিল শুধুমাত্র একটি দিবস নয়, বাঙালির হাজার বছরের স্বাধীনতার ইতিহাসের পথপরিক্রমার এক অনন্য মাইলফলক।

স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস জনসমক্ষে তুলে ধরতে তথ্য অফিসের প্রচারণা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বলে তিনি মন্তব্য করেন।

সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. লেবাছ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২২ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত