সিলেটটুডে ডেস্ক:

২৯ জুলাই, ২০২২ ০২:৪৫

বড়লেখায় বন্যাদুর্গত ৭৫০ মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ

মৌলভীবাজারের বড়লেখায় বন্যাদুর্গত ৭৫০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দেওয়া হয়েছে।

বড়লেখা উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে গত ২০ জুলাই দিনব্যাপী দ্বিতীয় এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা ক্যাম্পে সহযোগিতা করেছে।

চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

এ উপলক্ষে কটালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির জ্যেষ্ঠ সহ সভাপতি করুনাময় দাস।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- কটালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত দাস, সহকারী শিক্ষক অকিল দাস, বড়লেখা উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সদস্য রাহাত আহমদ, দিপক দাস, শৈলেন্দ্র দেব নাথ ও শাহান আহমদ।

চিকিৎসা দেন- ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. ইমরান হোসেন, সেকমো ডা. নুরুন নবী রাজু ও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা ডা. তন্ময় দাস সনি।

আপনার মন্তব্য

আলোচিত