সংবাদ বিজ্ঞপ্তি

০৮ সেপ্টেম্বর, ২০২২ ২২:০৯

কাব্যের অন্নপ্রাশন

'সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম' এর চুনারুঘাট প্রতিনিধি শংকর শীলের ভাগ্নে চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউপির গাভীগাঁও গ্রামের রিংকু চন্দ্র শীল ও কৃষ্ণা রাণী শীলের এই প্রথম পুত্র সূর্য চন্দ্র শীল কাব্যের অন্নপ্রাশন সম্পন্ন হয়েছে।

বুধবার (৭সেপ্টেম্বর)  রাতে গঙ্গাস্নান, হলুদ সন্ধ্যা অনুষ্ঠিত  হয়। বৃহস্পতিবার ভোর ৪টায় কাব্যের অধিবাস, সকাল ৭টায় ষোড়শ মাতৃকা পূজা, সকাল সাড়ে ৮টায় আভ্যুদয়িক, দুপুর ১২টায় চুনারুঘাট পৌরসভার হাতুন্ডায় শ্রীশ্রী বাসুদেব মন্দিরে পরমান্ন ভোগের প্রসাদ সূর্য চন্দ্র শীল কাব্যের মুখে দেয়া হয়। রাতে নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়।

শংকর শীল ভাগ্নে সূর্য চন্দ্র শীল কাব্যের মঙ্গল কামনায় সর্বজনের আশীর্বাদ কামনা করছেন।

আপনার মন্তব্য

আলোচিত