ডেস্ক রিপোর্ট

০৫ জানুয়ারি, ২০১৬ ১৬:০০

সিলেটে জেলা ছাত্রদলের মিছিল

৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

মঙ্গলবার বেলা ২টায় ছাত্রদলের অস্থায়ী কার্যালয় কাজির বাজার থেকে তালতলা পয়েন্ট পর্যন্ত মিছিলটি অনুষ্ঠিত হয়।

পরে সিলেট জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না ও মহানগর সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লোকমানের যৌথ পরিচালনায় তালতলা পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে মহানগর ছাত্রদল সভাপতি নূরুল আলম সিদ্দিকী খালেদ বলেন, ৫ জানুয়ারীর প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছেন। ক্ষমতা দখলের পর থেকেই অবৈধ শেখ হাসিনা বিএনপি এবং ২০ দলীয় জোটের নেতাকর্মীদের হত্যা, খুন, গুম অব্যাহত রেখেছেন। ধর্মপ্রাণ নাগরিকদের উপর অত্যাচারের স্টীম রোলার চালাচ্ছেন। এই সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না।

সভাপতির বক্তব্যে জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ বলেন,  দেশ এখন কঠিন সংকটে। ৫ জানুয়ারীর ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছেন চলমান আন্দোলনে তার পতনের মাধ্যমে হাসিনা অধ্যায়ের সমাপ্তি ঘটবে। তিনি গণতন্ত্রের স্বার্থে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম চালিয়ে যাবার আহ্বান জানান।

এতে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ফখরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ সোহেল, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহ রুমেল, কবির উদ্দীন, সোহেল আরফিন,সোহেল মাহমুদ, ডি এএইচ খাঁন মিশু, মির্জা জাহেদ, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার, মহানগর ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক এমদাদুল হক স্বপন,এম এ মতিন, সৈয়দ সরোয়ার রেজা, আলতাফ হোসেন সুমন, জামিল আলম কোরেশী, এনামুল হক শামীম, এহতেশামুল হক সবুজ, সেলিম আহমেদ সেলু, মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, ফখরুল ইসলাম পান্না, জাবেদ আহমদ, নজরুল ইসলাম, আব্দুল হাসিব।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দেলোয়ার হোসেন দিনার, আশরাফ উদ্দীন রুবেল,জুনেদ আহমদ,জাহাঙ্গীর আলম বাবুল, জুম্মান খাঁন,আয়নুল হক সুমন, আনোয়ার হোসেন সুজন, মাহতাব উদ্দীন, সোলেমান খাঁন, মাজেদুল ইসলাম সামি, রুবেল ইসলাম, নির্ঝর রায়, আলী হোসেন, ওয়াহিদুজ্জামান সোহান, মোঃ আলামিন, বেলাল আহমদ, মিশলু আহমদ, সাকিব আল আব্দুল্লাহ, ফাহাদ আহমদ, গৌছুল আলম সেলিম, রাজন, আব্দুল আজিম,জাহেদ আহমদ, জীবন আহমদ, খালেদ আহমদ, অর্পন গৌর,রাজু আহমেদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত