সংবাদ বিজ্ঞপ্তি

২১ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:৪৪

প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত

গত ১৬ সেপ্টেম্বর সিলেট থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় ও একটি অনলাইন নিউজপোর্টালে ‘‘বড়লেখায় পল্লীবিদ্যুতের ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনে মৃত্যুফাঁদ’’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

সংবাদের একটি অংশে পল্লীবিদ্যুতের ‘‘বড়লেখা অফিসের এজিএম আশরাফুল হুদা, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার গোলাম সাদেক নেতৃত্বে একটি সিন্ডিকেট গড়ে ওঠেছে’’ মর্মে লেখা প্রকাশ হয়েছে। যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি বড়লেখা আঞ্চলিক কার্যালয়ে এরকম কোনো সিন্ডিকেট নেই এবং এজিএম আশরাফুল হুদা ও সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার গোলাম সাদেক কোনো অনিয়ম দুর্নীতির সাথে জড়িত নন।

মূলত গ্রাহক প্রান্তে সেবা দিতে গিয়ে কোনো সুবিধাভোগীচক্র তাদের কাছ থেকে সুবিধা নিতে না পেরে সাংবাদিকদের কাছে এজিএম ও সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার সম্পর্কে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য উপস্থাপন করেছে। আমরা মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

-এজিএম (ওএন্ডএম) ও সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, বড়লেখা আঞ্চলিক কার্যালয়।

আপনার মন্তব্য

আলোচিত