সংবাদ বিজ্ঞপ্তি

১৬ অক্টোবর, ২০২৩ ১৭:০২

সিলেটে দৈনিক কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলা পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় কালবেলা সিলেট অফিসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদী ও সিলেট জেলা প্রতিনিধি মিঠু দাস জয় আমন্ত্রিত অতিথিদেরকে নিয়ে কেক কেটে কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সূচনা করেন।

এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ কালবেলা পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, কালবেলা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এক বছরের মধ্যে পাঠকের আস্থা অর্জনের পাশাপাশি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। মানুষের সমস্যা, সম্ভাবনা, সাফল্য অর্জনসহ অনিয়ম-দুর্নীতির সংবাদ দ্রুত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আমরা চাই কালবেলা সব-সময় জন-মানুষের সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরুক এবং দেশ ও জনগণের আস্থা অর্জনে সর্বদা সচেষ্ট থাকুক।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপারেশন) মু. মাসুদ রানা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর সিলেটের পরিচালক অধ্যাপক আব্দুল মান্নান খান, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমদ চৌধুরী, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ ও  আল-আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির ইকু, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) সাদেক কাওছার দস্তগীর, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বিজিত চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সদস্য মোকাদ্দেস বাবুল, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি ও দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, দৈনিক মানবজমিনের সিলেট ব্যুরো প্রধান ওয়েছ খছরু, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের প্রকাশক সাঈদ চৌধুরী টিপু, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, নবীগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক গোলাম হোসেন আজাদ, বাংলাদেশ বেতার সিলেটের সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর সিলেটের সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী, রশিদ আলী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রমজান আলী, ইউনিয়ন ব্যাংক জোনাল হেড হুমায়ুন কবির, ওয়ান ব্যাংকের ব্যবস্থাপক মোস্তাক আহমদ চৌধুরী, সিলেট জেলা পুলিশের প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তা পুলিশ পরিদর্শক ওমর ফারুক, ইমজার সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলার সিলেট ব্যুরো প্রধান দেবাশীষ দেবু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও সাবেক সভাপতি মামুন হাসান, সিলেট প্রতিদিন টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক সাজলু লস্কর, সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম এইচ ইলিয়াছি দিনার, সিলেটের ডাক’র স্টাফ রিপোর্টার ইউনুছ চৌধুরী, দৈনিক আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক ইয়াহইয়া মারুফ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হালিম চৌধুরী মিলন, সমাজসেবী বোরহান উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, নর্থ ইস্ট ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার শাহান আহমদ, সিলেটটুডে এর নিউজরুম এডিটর দেবকল্যাণ ধর বাপন, দৈনিক আধুনিক কাগজের প্রধান প্রতিবেদক জিকরুল ইসলাম, উত্তরপূর্বের স্টাফ রিপোর্টার ও বিডিনিউজের সিলেট প্রতিনিধি বাপ্পা মৈত্র, দৈনিক উত্তর পূর্বের স্টাফ রিপোর্টার ফয়জুল ইসলাম, দৈনিক উত্তরপূর্ব প্রধান ফটো সাংবাদিক শঙ্কর দাস, ঢাকাপোস্টের সিলেট জেলা প্রতিনিধি মাসুদ আহমদ রনি, যমুনা টিভির স্টাফ রিপোর্টার নাবিল হোসেন, বার্তা ২৪ ডটকম সিলেট জেলা প্রতিনিধি মো.মশাহিদ আলী, ডিবিসি টিভির ক্যামেরাপার্সন মোজাম্মেল হক, সিলেট মহানগর যুবলীগ নেতা আহবাব চৌধুরী, কৃষক লীগ নেতা শেখ আজাদ, যুবলীগ নেতা শাকিল মুর্শেদ, দৈনিক আধুনিক কাগজের মাল্টিমিডিয়া ইনচার্জ জয়ন্ত কুমার দাস, সহকারী মাল্টিমিডিয়া ইনচার্জ সবুজ মিয়া, কালবেলার শাবিপ্রবি প্রতিনিধি রাহাত হাসান মিশকাত, সিকৃবি প্রতিনিধি আকিমুন হাসান রাফি, গোয়াইনঘাট প্রতিনিধি মো. আজিজুর রহমান, জৈন্তাপুর প্রতিনিধি নাজমুল ইসলাম, জকিগঞ্জ প্রতিনিধি এনামুল হক মুন্না, কানাইঘাট প্রতিনিধি সুজন চন্দ অনুপ।

এছাড়া সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে কালবেলা সিলেট অফিসের সাংবাদিকবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত