সিলেটটুডে ডেস্ক

২০ জানুয়ারি, ২০১৬ ০৩:০৫

দক্ষ জনশক্তি গড়ে তুলতে ইংরেজি শিক্ষার বিকল্প নেই : ইকরামুল কবির

শিক্ষিত জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে ইংরেজি শিক্ষার বিকল্প  নেই বলে মন্তব্য করেছেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির।

ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান হেক্সাসের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

হেক্সাসের প্রতিষ্ঠাকালীন পরিচালক ও উপশহর ব্রাঞ্চের ম্যানেজিং ডিরেক্টর জুবের আহমদের সভাপতিত্বে ও জামিল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, যে কোন জাতিকে এগিয়ে যেতে হলে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আর বিশ্বায়নের এই যুগে ইংরেজি শিক্ষার কোন বিকল্প  নেই। হেক্সাস সিলেটে ইংরেজি শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে ।

অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ওয়াহেদ আহমদ, সিলেট প্রেসক্লাবের কার্যনিবাহী কমিটির সদস্য ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার মো. কামরুল ইসলাম, ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষা নিয়ন্ত্রক ইকবাল হোসাইন, হেক্সাসের জিন্দাবাজার ব্রাঞ্চের পরিচালক ও শিক্ষক সুলতান আহমদ, শামিম আহমদ, মিজানুর রহমান, সাইবুল আলম রেজা, সুচিত্রা দাস, হাবিবুর রহমান কামরুল, মাহফুজুর রহমান ইমাদ ,রায়হান আলম সাজু, আকবর হোসেইন প্রমুখ। নবম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে এবং হেক্সাসের ওয়েব সাইটের উদ্বোধন করেন প্রেসক্লাব সভাপতি।

আপনার মন্তব্য

আলোচিত