সিলেটটুডে ডেস্ক

২৪ জানুয়ারি, ২০১৬ ১২:৫৮

৩০ জানুয়ারি একুশে বাংলা’র দশকপূর্তি সাহিত্য উৎসব

শিক্ষা-সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র একুশে বাংলা ফাউন্ডেশন’র দশকপূর্তিতে জাতীয় সাহিত্য উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৩০ জানুয়ারি বিকেল তিনটায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হবে।

 উৎসবের উদ্বোধন করবেন তুষার কর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লুৎফর রহমান রিটন। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোসলেহ উদ্দিন বাবুল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

অনুষ্ঠানে থাকবে স্বরচিত ছড়া, কবিতা ও গীতিকবিতা পাঠ। উৎসব স্মারক মোড়ক উন্মোচন। আবৃত্তি, নৃত্য ও সংগীতানুষ্ঠান।

সাহিত্য আলোচনা, সম্মাননা প্রদান ও সাহিত্যজ্ঞান প্রতিযোগিতার পুরস্কার প্রদান। এ ছাড়াও অনুষ্ঠানে সিলেটের বাউল শিল্পিরা গান পরিবেশন করবেন।

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত সাহিত্যজ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহীদের ২৭ জানুয়ারির মধ্যে নাম তালিকাভুক্ত করার জন্য অনুরোধ করা হয়েছে। নাম তালিকা ভুক্ত করার জন্য ফাউন্ডেশনের পরিচালক (শিক্ষা) প্রভাষক মিহির কান্তি দাস মোবাইল ০১৭৩৭২০৬৭৮০, পরিচালক (অর্থ) মোবাইল ০১৯১৯৯৫৫০৬৩ অথবা আবু বকর আল-আমিন মোবাইল ০১৬১৫২৫০০১১ এর সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত