সিলেটটুডে ডেস্ক

০২ মার্চ, ২০১৬ ২০:৪৯

জগৎজ্যোতি তালুকদার ছাত্রলীগ নেতাকর্মীর অন্তরে বেঁচে থাকবেন

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাবেক সদস্য জগৎজ্যোতি তালুকদারকে ২০১৩ সালের ২ মার্চ জামাত-শিবিরের সন্ত্রাসীরা নির্মম ভাবে হত্যা করে।

প্রয়াত এ নেতার ৩য় মৃত্যুবার্ষিকী স্মরণে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ এক বিশাল শোক র‌্যালী বের করে। শোক র‌্যালীটি কলেজ ক্যাম্পাস হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান বলেন, জগৎ জ্যোতি তালুকদার শুধু এ সিলেটের ছাত্রসমাজের নয়, গোটা বাংলাদেশের ছাত্রলীগ তথা ছাত্রসমাজের অহংকার। তাঁর আত্মত্যাগের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে দেশকে ভালবাসতে হয়, দেশের মাটিকে ভালবাসতে হয়।

 তিনি আরো বলেন, শহীদ জগৎ জ্যোতি তালুকদার মরে নাই, তিনি আজীবন বেঁচে থাকবেন আমাদের অন্তরে। সমাবেশে সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন, জাহিদ সারওয়ার  সবুজ, অরুন দেবনাথ সাগর, হীরক ধাম, জামাল উদ্দিন, কালাম হোসেন। বক্তারা জগৎ জ্যোতি তালুকদারের আত্মার শান্তি কামনা ও তার খুনীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ আলী আশরাফ সোহেল, মোসাদ্দেক হোসেন মুসা, এম.এইচ. ইলিয়াছি দিনার, আবু সিদ্দিক সুবেল, তানভির কবির চৌধুরী সুমন, সৈকত চন্দ্র রিমি, বিদ্যুৎ ভূষণ দেব, আমির হোসেন, শহীদ মোঃ আকিব অপু, মুস্তাক আহমদ রাজন, মইনুল, জাকারিয়া-উল হক, এম.এ. রিয়াদ, মিঠু মোহন দেব, শাহীন মিয়া, বিজিত দাস, শাহজাহান আহমদ, তৌহিদ কুদ্দুস, ফেরদৌস আলম বেগ, কামরুল ইসলাম সুমন, বিদ্যুৎ দাস, মঞ্জু মহলদার, নজরুল ইসলাম, জামিল আহমদ, মেহেদি হাসান, গৌরাঙ্গ কুমার চন্দ, রুপক কুমার রায়, হাবিবুর রহমান, রাসেল আহমদ, কাদির খান, রাজেশ সরকার, মুমিনুল ইসলাম মুমিন, সাব্বির আহমদ, আব্দুল কাইয়ূম, হিমেল দাশ রিকি, আমিন আহমদ, সুমন আহমদ, আকিব হাসান, ফয়েজ আহমদ, কিশোর কান্তি দে, বিদ্যা ভূষণ চন্দ, নাঈম আহমদ, ছাদিকুর রহমান ছাদিক, অনিমেষ চক্রবর্তী নিশি, শাহিনুল ইসলাম, রকি দেব, সুমন দাস, সুদ্বীপ তালুকদার, তারেক আহমদ, বিধান কৃষ্ণ রায়, ছায়াদ আকাশ তালুকদার, মাহমুদুুল হাসান সানি, জুবায়ের আহমদ, ঝলক রায়, বদরুল আলম তুহিন, একে সুমন, রাসেল খান, নয়ন চন্দ্র ধর, মহিউদ্দিন রাসেল, দেবাশীষ তালুকদার, জাহেদ আহমদ, রুম্মান, হাবিব, অভি, আল টিপু, মিফতাহুল হোসেন লিমন, নুরুল আমিন জুয়েল, শাহ কামরুল, শাহরিয়ার মামুন, সুপ্রিয় পাল রুপম, রুহেল, ডালিম, মুহিব, হাফিজ, মোঃ তাওহিদ ইসলাম, নাজমুল আলম মিশু, আফজালুল করিম রুপক, তানভির আলম রাহুল, সাকাওয়াত, আজাদ, রাব্বি, সাহেদ আহমদ, মোঃ জাকারিয়া আহমদ, রানা আহমদ, শান্ত, আকিল হোসেন, তোফায়েল ইসলাম, আমিনুল ইসলাম শেপু, কামরান আনসারি, তানভির আহমদ, শুভ ত্বরাৎ, ছাদিকুর রহমান, সাইমুনুজ্জামান, দেবাংশু দাস দীপ্ত, আফজল আহমদ, সারওয়ার আহমদ সাফী, মতিউর রহমান রাফি, রাজ, রাহুল দেব, সৌরভ তফরদার, সুব্রত দাস প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত