ডেস্ক রিপোর্ট

১৩ মার্চ, ২০১৬ ২০:২৮

এমসি কলেজে গুলিবিদ্ধ শাহীনকে দেখতে হাসপাতালে ৩ সহ সভাপতি

সিলেট এমসি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে গত ৭ মার্চ সোমবার দুপুরে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ খায়রুল ইসলাম শাহীনকে দেখতে হাসপাতালে গিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের তিন সহ সভাপতি মাকসুদ রানা মিঠু, মেহেদি হাসান রনি এবং আদিত্য নন্দী।

রবিবার (১৩ মার্চ) বিকাল ৫.৩০মিনিটে খায়রুল হক শাহীনকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউটে দেখতে যান তারা

এসময় তারা আহত শাহীনের শারীরিক অবস্থার খোজ খবর নেন এবং এ ঘটনায় দোষীদের দ্রুত বিচারের দাবী জানান।

এসময় তার সাথে ছিলেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক কনক পাল অরুপ এবং জেলা ছাত্রলীগের সদস্য জ্যোতির্ময় দাশ সৌরভ।  

উল্লেখ্য, সিলেট এমসি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার দুপুরে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুইজন গুলিবিদ্ধ হন। এরমধ্যে গুলিবিদ্ধ খায়রুল ইসলাম শাহীনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়। 

আপনার মন্তব্য

আলোচিত