সিলেটটুডে ডেস্ক

২৫ নভেম্বর, ২০১৬ ১৯:১৭

মায়ানমারে মুসলিম হত্যার প্রতিবাদে ছাতকে বিক্ষোভ

মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নির্বিচারে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের কালারুকা পয়েন্টে কালারুকা সেভেন ভিলেজের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।

বিশ্ব মানবতা ও জাতিসংঘের নীরব ভূমিকার কথা উল্লেখ করে বক্তারা বলেন, জাতিসংঘ নিরপেক্ষতা হারিয়ে ফেলায় এখন মুসলিম জাতিসংঘ গঠনের সময় এসেছে। আং সং সুচীর শান্তিতে প্রাপ্ত নোবেল পুরস্কার প্রত্যাহার ও নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য বাংলাদেশ সীমান্ত খোলে দেয়ারও দাবী জানিয়ে বক্তারা বলেন, মায়ানমারে নারী-শিশু ও আবাল-বৃদ্ধ মানুষদের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে বৌদ্ধরা। নারকীয়ভাবে এসব হত্যাকাণ্ড চালিয়ে নরপশুরা উল্লাস প্রকাশ করছে।

ফতেহপুর কামিল মাদ্রাসার মুহাদ্দিছ মাও. আব্দুর সাকুরের সভাপতিত্বে ও কারারুকা সেভেন ভিলেজ যুবসংঘের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জাগ্রত ছাতকবাসীর সদস্য সচিব নজমুল হোসেন, শিক্ষক মাও. আলমগীর হোসেন, কারারুকা বাজার মসজিদের ইমাম মাও. আব্দুর রহিমচানপুর জামে মসজিদের ইমাম মাও. জামাল আহমদ, লামা পাড়া জামে মসজিদের ইমাম মাও. আলাউদ্দিন, খেলাফত মজলিস নেতা ফারুক আহমদ, কালারুকা সেভেন ভিলেজের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন, ছাতক উত্তর তালামিযের সভাপতি তোফায়েল আহমদ মিনার, যুবনেতা ছালিক আহমদ প্রমুখ। এসময় মাও. আবু নাইম ইয়াহইয়া, কালারুকা পয়েন্ট মসজিদের ইমাম মাও. ফয়েজ আহমদ, উজির আহমদ, সালেহ আহমদ, ছাদির আহমদ, কালন আহমদ, জসিম উদ্দিন, জাহিদ হোসেন লিটন, খালেদ আহমদ, শাহিন আহমদ, দিলবর মিয়া, রফিক আহমদ, আবুল হাসনাত, ফয়ছল আহমদ, রাজু মিয়া, কামাল উদ্দিন, সমছু মিয়া, জাবের হোসেন, জাবেদ আহমদ, রিয়াদ আহমদ, ইমন মিয়া, রায়হান, ইসতাদুল, আলিম উদ্দিন, ইসলাম উদ্দিন, শাহিন মিয়া, সোহেল আহমদ, সাহেল মিয়া, খালিদ আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত