সিলেটটুডে ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০১৬ ১৯:৫৭

সিলেটে বিভিন্ন খেলাঘর আসরের বিজয় দিবস পালন

লাখো শহিদের রক্ত আর অযুত সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতার প্রকৃত সুখ যতদিন শিশু-কিশোর’রা পাবেনা, শিশু হত্যা, শিশু নির্যাতন চলবে, ততদিন খেলাঘর আন্দোলন চালিয়ে যাবে। আর সুখী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে খেলাঘরকে আরও বেশী কাজ করতে হবে। শিশুদের অসাম্প্রদায়িক চেতনায় বিজ্ঞানমনস্ক ধারায় গড়ে তোলতে হবে। মহান বিজয় দিবস ২০১৬ উপলক্ষে খেলাঘর সিলেট জেলা কমিটি ও বিভিন্ন শাখা আসর আয়োজিত অনুষ্ঠান সমূহে বক্তারা কথাগুলো বলেন।

ব্যাপক কর্মসূচি পালনের মাধ্যমে খেলাঘর সিলেট জেলা দিবসটি উদযাপন করে। সকাল ৯ টায় মধুবন পয়েন্ট থেকে বিভিন্ন আসরের ভাই-বোন সহ বিজয় মিছিল করে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়।

সকাল সাড়ে ১০টায় কাজলশাহ এলাকার ‘মুক্তমন খেলাঘর আসর’ সিলেট এক আলোচনা সভার আয়োজন করে। আসরের সভাপতি বিধান দেব এর সভাপতিত্বে এবং আসরের সাধারণ সম্পাদক গোলাম রাব্বি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর সিলেট জেলা কমিটি সভাপতি তাজুল ইসলাম বাঙালি এবং সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী বাবলা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তমন খেলাঘর আসরের সহ সাধারণ সম্পাদক সম্পাদক শ্রীকান্ত শর্মা, সম্পাদক ওবায়দুর রহমান পাপ্পু, ব্যাংকার অরুণ ভূষণ প্রমুখ।

বিকাল ৩ টায় শিবগঞ্জ এলাকার ‘ছায়ানীড় খেলাঘর আসর’ এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আসরের সভাপতি অধ্যক্ষ ননী গোপাল রায়ের সভাপতিত্বে এবং আসরের সাধারণ সম্পাদক রাজীব চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত অধ্যক্ষ পার্থ প্রতিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা বিদ্যুৎ ভূষণ দেব, অধ্যাপক কালী পদ আচার্য, যুব ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি খায়রুল হাছান। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বি এইচ আবির।

এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রতিনিধি হিসেবে খেলাঘর সিলেট জেলা কমিটির সাংগঠনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক গোলাম রাব্বি চৌধুরী এবং সদস্য শ্রীকান্ত শর্মা উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে ছায়ানীড় খেলাঘর আসরের ক্ষুদে ভাই-বোনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিকাল ৪টায় বরইকান্দি এলাকার ‘আনন্দ খেলাঘর আসর’ এক আলোচনা সভার আয়োজন করে। আসরের সভাপতি তাজুল ইসলাম বাঙালির সভাপতিত্বে এবং আসরের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ওয়েসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক তপন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর সিলেট জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য সিরাজ উদ্দিন শিরুল। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনন্দ খেলাঘর আসরের পাঠাগার বিষয়ক সম্পাদক ফকরুল ইসলাম, সদস্য সজিব আহমদ বিজয়, সদস্য আহসান হাবিব জাবেদ, সদস্য আল-আমীন প্রমুখ।

সন্ধ্যা ৬টায় মিরাবাজার এলাকার ‘পুষ্পহাসি খেলাঘর আসর’ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। পুষ্পহাসি খেলাঘর আসরের সভাপতি অধ্যাপক তাপসি চক্রবর্তী লিপির সভাপতিত্বে এবং সত্যপ্রিয় দাস শিবুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী বাবলা, গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, খেলাঘর সিলেট জেলা কমিটির সহ-সভাপতি বিধান দেব চয়ন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক শংকর চৌধুরী, পুষ্পহাসি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক অভিনন্দন ধর চৌধুরী রাতুল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাঘর সিলেট জেলা কমিটির সহ-সভাপতি তুহিন কান্তি ধর, সহ-সভাপতি রবীন্দ্র ভট্টাচার্য, খেলাঘর সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক তপন চৌধুরী, ছায়ানীড় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রাজীব চক্রবর্তী, সুরমা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ধ্রুব গৌতম, সৃষ্টি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক পূজা চক্রবর্তী। আলোচনা সভা শেষে আসরের দপ্তর সম্পাদক সৈয়দা তাজিনের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংগীত পরিবেশন করে আসরের সভ্য শতাক্ষী, তাজিন, তনুশ্রী, ধৃতি, চৈতি, ফারজানা, সাবাসামা, অনুশ্রী, পূর্বা, মিথিলা, শুভশ্রী, নৃত্য পরিবেশন করে শাওন, তবলায় সহযোগিতা করেন বিশাল দে উৎস।

 

আপনার মন্তব্য

আলোচিত