সিলেটটুডে ডেস্ক

১৮ জানুয়ারি, ২০১৭ ১৮:৩৯

চারুমেলা আর্ট স্কুলের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চারুমেলা আর্ট স্কুলের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর সাগরদিঘীরপাড় ওয়েস্টার্ন কমপ্লেক্স স্কুল ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষের কেক কাটা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌসুমী রানী পাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সংস্কৃতি আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষ এড. দিলীপ দাস।

বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক বিজয় রায়। এছাড়া বক্তব্য রাখেন চারুমেলা আর্ট স্কুলের প্রধান শিক্ষক দিপন দেব, সিনিয়র শিক্ষক নিরঞ্জন মণ্ডল, বিমল কর, প্রণব পাল, মিতু পাল, রুমী রানী পাল, মমিতা দাস মৌ, ঝুমুর দাস, হেপী আক্তার প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৬টি বিভাগে সিলেট নগরীর বিভিন্ন স্কুলের প্রায় ২ শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে এড. দিলীপ দাস বলেন, শিশুদের সুন্দর জীবন বিকাশে চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত সহ খেলাধুলা অপরিহার্য। তাই সবাইকে শিশুর বিকাশে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসা উচিত। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন লিটল বার্ড প্রিপারেটরী স্কুল সাগরদিঘীরপাড়।

আপনার মন্তব্য

আলোচিত