সিলেটটুডে ডেস্ক

১৮ জানুয়ারি, ২০১৭ ২১:৩৯

পুলিশ সেবার মানসিকতা নিয়ে জনগণের কাজ করে : পুলিশ কমিশনার

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বলেছেন, পুলিশ সেবার মানসিকতা নিয়ে জনগণের কাজ করে। পুলিশকে জনগণ সহযোগিতা করলে সমাজে অপরাধ নির্মূল করতে সহজ হবে। জনপ্রতিনিধি, সমাজ সচেতন নাগরিক ও কমিউনিটি পুলিশ সক্রিয় থাকলে পুলিশ অনেক সময় অপরাধীকে আটক করে আদালতে সোপর্দ করতে সক্ষম হবে। তাই প্রতিটি এলাকার অপরাধ সংঘটনের স্থান চিহ্নিত করতে জনগণের বিশেষ সহযোগিতা প্রয়োজন।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে দক্ষিণ সুরমা থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময়ে তিনি আরো বলেন, তীর খেলা বন্ধের জন্য সফটওয়্যার বন্ধের কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা দক্ষিণ সুরমার কীনব্রীজের দক্ষিণ মোড়ে যানজট, তীর খেলা, ফরেন পোস্ট অফিসের গলিতে ইয়াবা ব্যবসা, রেলওয়ে স্টেশনের পানির ট্যাংকীর নিচ, কীনব্রীজের নীচে অসামাজিক কার্যকলাপ, হুমায়ুন রশীদ চত্বর ও কদমতলী মুক্তিযোদ্ধা চত্বরে যানজট, টার্মিনাল এলাকায় ও কদমতলী বালুর মাঠ, বরইকান্দি বালুর মাঠ ও লাউয়াইয়ে তীর খেলা বন্ধ, ডাকাতি ও গরু চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ হারুন অর রশীদের সভাপতিত্বে ও টার্মিনাল ফাঁড়ি ইনর্চাজ এস আই রিপন দাসের পরিচালনায়  ওপেন হাউজ ডে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএমপি দক্ষিণের উপ-পুলিশ কমিশনার বাসু দেব বণিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবির উপ-পুলিশ কমিশনার সরওয়ার মুর্শেদ শামীম, উপ-পুলিশ কমিশনার পিওএম মোঃ তবারক উল্লাহ, এডিসি দক্ষিণ বিভূতি ভূষণ ব্যানার্জী, দক্ষিণ সুরমা থানার সহকারী কমিশনার ইসমাইল পিপিএম।
 
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল আলম, সিলেট সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক, জেলা আ’লীগ নেতা কবির উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান শেখ মো. মকন মিয়া, তেতলী ইউপি চেয়ারম্যান উসমান আলী, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সিলেট ট্যুরিষ্ট ক্লাবের সভাপতি সাংবাদিক হুমাযুন কবির লিটন, বরইকান্দি ইউনিয়ন আ’লীগের সভাপতি গৌছ উদ্দিন, দক্ষিণ সুরমা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আনোয়ার মাষ্টার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, চাদনীঘাট মটর পার্টস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সালেহ আহমদ, ইউপি সদস্য রওশন মিয়া, কদমতলী আজাদ মার্কেটের সভাপতি হাজী মানিক মিয়া, যুবলীগ নেতা শফিক মিয়া, খলিলুর রহমান, ফটো সাংবাদিক শিপন আহমদ। কুরআন তেলাওয়াত করেন কনস্টেবল ওলিউল্লাহ।


আপনার মন্তব্য

আলোচিত