সিলেটটুডে ডেস্ক

১৯ জানুয়ারি, ২০১৭ ১৭:২১

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ছাত্রদলের আলোচনা ও দোয়া মাহফিল

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ৯, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ফরহাদ হোসেন রিপন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ চৌধুরী, জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক সাগর আহমদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য লিমনুজ্জামান লিমন, মাহফুজুল করিম শিপলু, আলমগীর হোসেন যুবদল নেতা জাকির হোসেন, দিলিপ চন্দ্র, সাধন চন্দ্র, আব্দুস সত্তার, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা আশিকুজ্জামান, ১২ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সামির আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা সৈয়দ জামিল,  মিছবাউল হাসান মিসবা, সফিউর রহমান শফি, মাহবুবুর রহমান মান্না, ৯নং ওয়ার্ড ছাত্রদল নেতা রুম্মান আহমদ দুর্জয়, ১০ নং ওয়ার্ড ইমরান আহমদ, সাহেদ আহমদ, সজল আহমদ, অলি হোসেন, রায়হান আহমদ, জাহিদ আহমদ, রাসেল আহমদ প্রমুখ।

ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের একজন বরেণ্য রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠনের মধ্যদিয়ে দেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির সূচনা করেছিলেন এই জননেতা। বাংলাদেশি জাতীয়তাবাদের নতুন দর্শন উপস্থাপন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি ১৯ দফা কর্মসূচি দিয়ে দেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি এগিয়ে নিয়ে যান।

আপনার মন্তব্য

আলোচিত