সিলেটটুডে ডেস্ক

২৭ জানুয়ারি, ২০১৭ ১৮:৩৫

সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়। আম্বরখানা পয়েন্টে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে আওয়ামী সরকার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে তারেক রহমানকে নির্বাচনের অযোগ্য করার হীন উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে মিথ্যা হয়রাণী মূলক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী করা হচ্ছে।

এসময় তিনি আরো বলেন, কোন ষড়যন্ত্র করেই তারেক রহমানকে বাংলার জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবেনা। তিনি অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সহিদের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি সিলেট জেলা বিএনপি নেতা আব্দুল আহাদ খান জামাল, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কানাইঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজিম উদ্দিন, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল হান্নান, ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, দেওয়ান নিজাম খান, ২২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেদ আহমদ, ২৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাবেদ আহমদ জীবন, স্বপন আহমদ, মামুন আহমদ, আলতাফ হোসেন টিটু, বাদশা মিয়া, সাহেদ আহমদ, আজিজ খান সজীব, রাসেল আহমদ, ফারুক আহমদ, বাইনুদ্দিন, জাহেদ আহমদ, সুমন জালালী, ফয়ছল আহমদ, মনির হোসেন, জুয়েল মিয়া, আল আমিন, জাহাঙ্গির আহমদ, মোস্তাক আহমদ, আব্দুস সাত্তার, মুন্না, সুমন আহমদ, শেখ শাহ, হৃদয় আহমদ হাবিব, জহুর আহমদ, পাপ্পু আহমদ, রুহেল আহমদ, সবুজ আহমদ, এনাম আহমদ, কদম আলী, ফটিক আহমদ প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত