সিলেটটুডে ডেস্ক

১৭ মার্চ, ২০১৭ ২২:৪৭

সরকারী ইউনানী মেডিকেল কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ সিলেটের উদ্যোগে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৮টায় কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুহিবুর রহমান খানের সভাপতিত্বে ও প্রভাষক ডাঃ আব্দুল জলিল হৃদয়ের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র প্রভাষক হাকীম নূরুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জহিরুল হক, ইন্টার্নী চিকিৎসক ডাঃ ফারহামুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র প্রভাষক ডাঃ জাকি ইব্রাহীম, ডাঃ এস এম বদরুদ্দোজা, মেডিকেল অফিসার ডাঃ নজরুল ইসলাম, ডাঃ জুবেদা পারভিন, ডাঃ মেহেরুন নাহার শম্পা, ইন্টার্নী চিকিৎসক ডাঃ ইসমাইল আহমদ, ডাঃ সাজ্জাদ, শিক্ষার্থী মিনহাজুল ইসলাম মুন্না, রাসেল আহমদ, জাবেদ আহমদ, রিমা, রুহিন ও সালমান খান প্রমুখ।

আলোচনা সভা শেষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুহিবুর রহমান খান কেক কেটে বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম দিবস উদযাপন করেন। দিবসটি উপলক্ষে মেডিকেলের আউট ডোরে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত