সিলেটটুডে ডেস্ক

২৭ জুলাই, ২০১৭ ১৬:২৮

রোটারী ক্লাব অব সিলেট এর গভীর নলকূপ স্থাপন

রোটারী ক্লাব অব সিলেট গ্রীন এর অর্থায়নে সিলেট শহরের রাগিবিয়া গুয়াবাড়ি মাদ্রাসা ও এতিমখানায় একটি গভীর নলকূপ স্থাপন করা হয়।

বুধবার (২৬ জুলাই) ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আতাউর রহামন ভূইয়া আরএফএসএম এর সভাপতিত্বে ও প্রজেক্ট চেয়ারম্যান ক্লাব ট্রেজারার রোটারিয়ান মো. আবু সালেহ ইয়াহিয়া আরএফএসএম এর পরিচালনায় উক্ত গভীর নলকূপটি উদ্বোধন করা হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মো. শামীম সিদ্দিক, ক্লাবের এসাইন এসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান পিপি বদরুল আলম চৌধুরী পিএইচএফ, এমসি, জোনাল ডেপুটি কো অর্ডিনেটর রোটা. পিপি মো. শেখ নুরুল ইসলাম খালেদ আরএফএসএম, রোটারিয়ান মো. মুন্না মিয়া আরএফএসএম, রোটারিয়ান সৈয়দ এমরান আরএফএসএম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্রবৃন্দ।

উপস্থিত বক্তারা এ ধরণের মহৎ কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। রোটারী ক্লাব অব সিলেট গ্রীণের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গভীর নলকূপটি স্থাপনে অত্র মাদ্রাসার ২০০ এর অধিক এতিম, প্রতিবন্ধী ও অন্যান্য ছাত্ররা বিশুদ্ধ পানি পান করতে পারবে।

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আতাউর ভূইয়া গভীর নলকূপটি স্থাপন করে সমাজে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন এবং ভবিষ্যতেও সমাজের অবহেলিত, নিপীড়িত, লাঞ্চিত, বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রকল্পটি বাস্তবায়নে ক্লাব সদস্যরা প্রচুর অর্থ ও সময় ব্যয় করেছেন। এজন্য প্রেসিডেন্ট ক্লাবের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অত্র মাদ্রাসার পক্ষ হতে মোহতামিম রোটারী ক্লাব অব সিলেট গ্রীণের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতাস্বরূপ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করেন।

আপনার মন্তব্য

আলোচিত