২৭ আগস্ট, ২০১৭ ১০:১২
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আইডিয়াল ফ্রেন্ডস ক্লাব আইএফসি’র উদ্যোগে এক আলোচনা ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে শহরের সুরবিতান ললিতকলা একাডেমীতে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- আইএফসি উপদেষ্টা বিএমএ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ, যুগ্ম সম্পাদক ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল, খোয়াই থিয়েটার সেক্রেটারি ইয়াছিন খান ও দৈনিক হবিগঞ্জের বাণী সম্পাদক জিয়া উদ্দিন দুলাল।
আইএফসি সভাপতি মোঃ আখতারুজ্জামান তরপদার জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক বিজন দাস। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- শহীদুল সোহাগ, নাদিরা চৌধুরী উর্মী, পিয়াস চৌধুরী, জাবেদুর রহমান, সিতি রাণী সিংহা ও মিজবাহউজ্জ্বামান রিপন।
সভায় বক্তারা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুকরণীয় উল্লেখ করে, তার আদর্শে আদর্শিত হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আপনার মন্তব্য