সংবাদ বিজ্ঞপ্তি

১৬ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:৩৮

সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সঙ্গীতাঞ্জলি’র যাত্রা শুরু

যে গান প্রাণ জাগাতে পারে না, তাকে গান বলা যায় না বলে মন্তব্য করেছেন একুশে পদকে ভূষিত প্রবীণ সঙ্গিতশিল্পী সুষমা দাস।

শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর শীববাড়ির দত্তবাড়িতে সঙ্গীত শিক্ষার স্কুল 'সঙ্গীতাঞ্জলি'র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সুষমা দাস বলেন, সঙ্গীত হলো সুগন্ধির গীতিময় ধারা, এর অনির্বার আকর্ষণ যে প্রাণে লালন করতে পেরেছে সে সুরের অমীয়ধারায় সিক্ত হতে পেরেছে।

এর আগে ফিতা কেটে ও মঙ্গপ্রদীপ জ্বেলে 'সঙগীতাঞ্জলি'র উদ্বোধন করেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কন্ঠশিল্পী মালতী পাল, গীতিকবি প্রিন্স সদরুজজামান, শিল্পী এজাজ আহমদ, জামাল আহমদ, শ্যামলসহ কন্ঠ ও যন্ত্রশিল্পীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির হাতে উপহার সামগ্রী তুলে দেন 'সঙ্গীতাঞ্জলি'র প্রধান পরিচালক ও প্রশিক্ষক কন্ঠশিল্পী কাকলী দত্ত মুন্নী।

আপনার মন্তব্য

আলোচিত