সিলেটটুডে ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:০১

বিভিন্ন কর্মসূচীতে সিলেটে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

সিলেটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। সিলেট জেলা প্রশাসন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সিলেট ইউনিট দিবসটি উপলক্ষে র‌্যালির আয়োজন করে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের কার্যালয়ে সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি। ব্যানার, ফেস্টুন নিয়ে র‌্যালিতে অংশ নেয় সিলেট ট্যুরিস্ট ক্লাব, ট্যুরিস্ট ক্লাব অব এম.সি কলেজসহ বিভিন্ন ট্রাভেলস এজেন্সিসমুহের সংগঠন আটাব হাব ও ট্যুরিজম সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি কর্মকর্তারা।

‘টেকসই পর্যটন-উন্নয়নের হাতিয়ার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত পর্যটন দিবসের বিভিন্ন কর্মসূচীতে ট্যুরিস্ট সংগঠন ও অন্যান্য ব্যবসায়ী সংগঠনের সদস্যরা সিলেটকে পর্যটন নগরী ঘোষণার দাবি জানান।

র‍্যালিতে অংশ নেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী।  সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুশাররফ হোসেন, পর্যটন কর্পোরেশন সিলেটের বিদায়ী ম্যানেজার জাহিদ হাসান, নবাগত ম্যানেজার আখলাকুর রহমান, ওয়ার্কার্স পার্টি সিলেটের সাধারণ সম্পাদক সিকান্দার আলী, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি সাংবাদিক হুমায়ুন কবির লিটন, সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিয়া, এম.সি কলেজ ট্যুরিস্ট ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক শাহ আলম রাফী, আটাব সিলেটের সদস্য আব্দুল কাদির, হাব সিলেটের সহ-সভাপতি তৈয়বুর রহমান, সিলেট ট্যুরিস্ট ক্লাবের প্রচার সম্পাদক মাজহুরুল ইসলাম সাদি, সদস্য দেলোয়ার হোসেন রানা, শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির সভাপতি আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক গোলাম রইসুল খান, সিলেট আটাব এর সাধারণ সম্পাদক রেদওয়া, নির্বাহী সদস্য দেওয়ান রুশো চৌধুরী, সিলেট সুরমা ক্লাবের সভাপতি সাংবাদিক খালেদ আহমদসহ আটাব সিলেট জোন, সিলেট ট্যুরিস্ট ক্লাব, এমসি কলেজ ট্যুরিস্ট ক্লাব, শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত র‌্যালিতে অংশ নেন সিলেট প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত