সিলেটটুডে ডেস্ক

০১ জানুয়ারি, ২০১৮ ১৬:৪৬

ইছরাব আলী হাই স্কুল এন্ড কলেজে বই উৎসব অনুষ্ঠিত

দক্ষিণ সুরমার ইছরাব আলী হাই স্কুল ও কলেজে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) স্কুল মাঠে সকাল ১০টায় বই বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন ইছরাব আলী হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. শাহাব উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইছরাব আলী হাই স্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি শাহ মো. নিজাম উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য নিজাম উদ্দিন ইরান, আব্দুল মালিক, আলাউদ্দিন, অ্যাড. শামীম আহমদ, হাজী আব্দুল আলীম ও সাবেক সদস্য আব্দুর রউফ দারা।

বক্তারা বলেন, ৯ বছর পূর্বেও নতুন বইয়ের জন্য শিক্ষার্থীদের ২-৩ মাস অপেক্ষা করতে হতো। এখন সে অবস্থার পরিবর্তন হয়েছে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পোঁছে যাচ্ছে নতুন বই। এসময় বক্তারা শিক্ষার্থীদের জ্ঞান অর্জন করে দেশ গড়ার কাজে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।

বই উৎসবে প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষক উপস্থিত ছিলেন। উল্লেখ্য এবারের জেএসসি পরীক্ষায় ২২টি এ-প্লাসসহ শতভাগ পাস করেছে স্কুলের পরীক্ষার্থীরা।

আপনার মন্তব্য

আলোচিত