সিলেটটুডে ডেস্ক

০১ জানুয়ারি, ২০১৮ ১৯:২৩

নতুন বইয়ের ঘ্রান উপভোগ করার পাশাপাশি যত্ন সহকারে পড়তে হবে: হারুনুর রশীদ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মো. হারুনুর রশীদ বলেছেন, মানবিক গুণাবলী সম্পন্ন শিক্ষা অর্জন করতে হলে শিক্ষার্থীরা লেখাপড়ায় গুরুত্ব দিতে হবে। তবেই শিক্ষা জীবনে সফলতা অর্জন করা সম্ভব। বই পড়ার মাধ্যমে জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে হবে। নতুন বইয়ের ঘ্রাণ উপভোগ করার পাশাপাশি যত্নসহকারে বই পড়তে হবে।

সোমবার (১ জানুয়ারি) সকালে দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

তিনি আরো বলেন, বর্তমান সফল সরকার বছরের প্রথম দিনে বিনামূল্যে পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া একটি যুগান্তকারী উদ্যোগে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা পুরাতন বই কিনে পড়েছি। কিন্তু তোমাদের সৌভাগ্য বিনামূল্যে নতুন বই পাচ্ছ। সেই সুযোগকে কাজে লাগিয়ে লেখপড়ায় আরো মনোযোগী হওয়ার আহবান জানান।

প্রধান অতিথি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকদের চেয়ে যেন শিক্ষার্থীরা বেশি মেধাবী হয়, সে লক্ষ্যে শিক্ষকদের শিক্ষা দেয়ার আহবান জানান।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান প্রকৌশলী মো. আব্দুল লতিফ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভার্থখলা স্বর্ণালী সংঘের সভাপতি শিপল চৌধুরী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কবির আহমদ, ফারজানা আহমেদ,আনোয়ার হোসেন, অভিভাবক সদস্য জাবেদ আমীন সেলিম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম ইসরাইল আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক- লুৎফুর রহমান চৌধুরী, সৈয়দ নেছার আহমদ, আব্দুস সালাম, রিয়াদ উদ্দিন চৌধুরী, ছায়রা বানু, কামিনী খাতুন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত