সংবাদ বিজ্ঞপ্তি

১৪ মে, ২০১৮ ২৩:৫৪

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেটের মতবিনিময় সভা

মুক্তিযুদ্ধের চেতনায় ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেটের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ মে) জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলকে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতানকে যুগ্ম আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আকরাম আলীকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।
 
মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল।

সিলেট জেলা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জেবরুল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, মুক্তিযুদ্ধ অনুশীলনের সভাপতি সাংবাদিক আল আজাদ, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সিকান্দর আলী, ধীরেন সিংহ, গৌতম চক্রবর্তী, শামসুল আলম সেলিম, সিরাজুল ইসলাম, ঐক্য ন্যাপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, দেবব্রত রায় দীপন, এডভোকেট কিশোর কর, শাহানারা বেগম, দেওয়ান গৌছ সুলতান, আকরাম আলী, ইকবাল আহমদ চৌধুরী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত