সংবাদ বিজ্ঞপ্তি

২০ জুলাই, ২০১৮ ২০:১০

জাবেদীর স্বপ্ন আদর্শ চিকিৎসক হওয়া

এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস পেয়েছে  বিশ্বনাথ উপজেলার বেতসান্দি গ্রামের হানজালা আল জাবেদী। জাবেদী নটরডেম কলজের বিজ্ঞান বিভাগ (ইংরেজি ভার্সন) থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। জাবেদী‘র স্বপ্ন বাবার মত মানবদরদী, আদর্শ চিকিৎসক হওয়া।

জাবেদী জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম ও ভিশন আই হসপিটালের পরিচালক ডা. শরীফুন্নেছা চৌধুরীর পুত্র।

হানজালা আল জাবেদী বিগত জেএসসি (২০১৩) ট্যালেন্টপুল বৃত্তি, ও এসএসসি (২০১৬), জিপিএ-৫ পেয়েছে। বাবা মায়ের স্বপ্ন হানজালা আল জাবেদী ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ জাতি গঠনে ভূমিকা রাখবে।

তার এ সাফল্যে পরিবারের সকল সদস্য ও শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে হানজালা আল জাবেদী।

আপনার মন্তব্য

আলোচিত