সংবাদ বিজ্ঞপ্তি

২৯ জুলাই, ২০১৮ ১৫:৫৭

সমাজকল্যাণে ব্যাংকারদেরকে কাজ করতে হবে: মো. শাহ আলম

বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর নির্বাহী পরিচালক মো. শাহ আলম বলেছেন, ব্যাংকারদের পেশাগত দায়িত্ব পালন করার পাশাপাশি মানসিক বিকাশে সাহিত্য-সংস্কৃতিমূলক কার্যক্রমে অংশগ্রহণের যথেষ্ট প্রয়োজন রয়েছে। এর মাধ্যমে মানব কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ ব্যাংক ক্লাব, সিলেট-এর নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান (২০১৮-১৯)-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ হলে বিদায়ী পরিষদের সহ সভাপতি জলি তালুকদারের সভাপতিত্বে আয়োজিত  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন ও জীবন কৃষ্ণ রায়।

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোজতবা রূম্মান চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখে নব নির্বাচিত সভাপতি বিনয় ভূষণ রায়, বিদায়ী সভাপতি মো. বদরুদ্দোহা, বিদায়ী সাধারণ সম্পাদক সতীশ চন্দ্র দাস, নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আকতার।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও নবনির্বাচিত কর্মকর্তাদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাহী পরিচালক মো. শাহ আলম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. আব্দুর রহমান। সাহিত্য সম্পাদক জ্যোতি মোহন বিশ্বাস ও সাংস্কৃতিক সম্পাদক প্রণয় রায়ের পরিচালনায় দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজন রায়, পল্লবী রায় তৃনা, অর্পনা, অন্বেষা, অপিসহ সিলেটের স্বনামধন্য সংগীত শিল্পীরা এতে অংশ নেন। ব্যাংকের উপ মহাব্যবস্থাপক, যুগ্ম পরিচালকবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ প্রাণবন্ত এ অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাহী পরিচালক মো. শাহ আলম ক্লাবের কার্যক্রম পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। নবনির্বাচিত কমিটির কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি সতীশ চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক রাজেশ্বর ভট্টাচার্য, কোষাধ্যক্ষ মো. ইমরান উদ্দিন, দপ্তর সম্পাদক ফাতেহা খানম, ক্রীড়া সম্পাদক (বহিঃ) মো. ফাহিম মিয়া, ক্রীড়া সম্পাদক(অভ্যঃ) মো. আব্দুল মোতালেব, সদস্য- সুব্রত দত্ত, মোহাম্মদ শফিকুল ইসলাম, ফারজানা আক্তার, শাহ মো. আশরাফ সিদ্দিকী, মো. রফিকুল হক।

আপনার মন্তব্য

আলোচিত