সিলেটটুডে ডেস্ক

০৭ মে, ২০১৯ ১৬:২৩

চাকুরী রাজস্বখাতে অর্ন্তভূক্তকরণের দাবিতে সিলেটের নকল নবিসদের মানববন্ধন

বাংলাদেশ আইন মন্ত্রনালয়ের অধীনে নিবন্ধন অধিদপ্তরের নিয়ন্ত্রনাধীন সাবরেজিস্ট্রি অফিসের নকল নবিসদের চাকুরী রাজস্বখাতে অর্ন্তভূক্তকরণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল-নবিশ) এসোসিয়েশন সিলেট জেলা শাখা।

মঙ্গলবার (৭ মে) বেলা ১২টায় কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী সদর সাব-রেজিস্ট্রার অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্টিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান, কেন্দ্রীয় সহ-সভাপতি প্রদীপ চন্দ্র দে, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক নিজাম আলাদ্বীন, বিভাগীয় অর্থ-সম্পাদক জুনেদ আহমদ, জেলার সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকরী সদস্য মুতাহার হুসেন, সুগ্রীব দে শাওন, শরিফ মোহাম্মদ আব্দুল­াহ, আব্দুল মালেক, ফয়জুল, উজ্জ্বল, মুহিত খান, সামছুদ্দিন, হেলাল, আমিনুর, রাজু, ফয়ছল, রব, শাহানা আক্তার মনি, জহুরা, লিপি, শান্ত, নাছিনা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সাবরেজিস্ট্রি অফিসের নকল নবিসদের চাকুরী রাজস্বখাতে অর্ন্তভূক্তকরণের দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত