Advertise

সংবাদ বিজ্ঞপ্তি

১০ মে, ২০১৯ ২১:৫২

গ্রাম থিয়েটারের সদস্যপদ লাভ করলো সিলেটের তিন নাট্য সংগঠন

নাট্য আন্দোলনে দেশের স্বনামধন্য ফেডারেশন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহকারী সংগঠন হিসেবে সদস্যপদ পেলো সিলেটের নাট্য সংগঠন একদল ফিনিক্স, নবশিখা নাট্যদল ও থিয়েটার বাংলা।

ঢাকার পুরানা পল্টন লাইনের হিমু মঞ্চে গত ২৯ মার্চ বাংলাদেশ গ্রাম থিয়েটার জাতীয় পর্ষদের সভায় সিলেটের এই তিন নাট্যদলকে সদস্যপদ প্রদান করা হয়।

বাংলাদেশ গ্রাম থিয়েটার'র সভাপতি নাসির উদ্দিন ইউসুফ ও সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়নার সাক্ষরিত প্রাথমিক সদস্যপত্র  বাংলাদেশ গ্রাম থিয়েটারের সিলেট বিভাগীয় সমন্বয়কারী আনোয়ার হোসেন দুলালের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে  একদল ফিনিক্স আয়োজিত জঙ্গিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদ অনুষ্ঠানে  তুলে দেয়া হয় তিন নাট্য দলের প্রতিনিধিদের কাছে।এবং আগামী এক বছরের কার্যক্রমের উপর ভিত্তি করে তাদেরকে পূর্ণাঙ্গ সদস্যপদ দেয়া হবে জানানো হয়।

রমজানের পরপরই সিলেট অঞ্চলে বাংলাদেশ গ্রাম থিয়েটারের বেশ কিছু কার্যক্রমের পরিকল্পনা রয়েছে বলে জানান বিভাগীয় সমন্বয়কারী আনোয়ার হোসেন দুলাল।

আপনার মন্তব্য

আলোচিত