১৭ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:১২
গোলাপগঞ্জের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন চ্যারিটি কাবের উদ্যোগে বিনা মূল্যে রক্তের গ্রুপ সনাক্ত ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ প্রদানের লক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা সদরস্থ মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গনে অনুষ্টিত এ অনুষ্ঠানে ৩১২জন লোকের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমানের সভাপতিত্বে ও চ্যারিটি কাবের সভাপতি হুমায়ুন কবির রুবেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি গোলাপগঞ্জের পরিচালক ও গোলাপগঞ্জ প্রেসকাব সভাপতি আব্দুল আহাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সহ-সভাপতি ফজলুল আলম, পৌর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ হানিফ আলী, তরুণ সমাজসেবী সুমন আহমদ, গোলাপগঞ্জ বাজার বাণিক সমিতি সদস্য সামাদ আহমদ, সমাজসেবী শাহাদত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চ্যারিটি কাবের সাধারণ সম্পাদক শাহ এস এ সালমান, সহ-সভাপতি আদিল ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক সুহিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, বার্তা বিষয়ক সম্পাদক আজহার অপু। অন্যান্যের মধ্যে সার্বিক সহযোগীতায় ছিলেন মাহী চৌধুরী, ওয়াহিদুল গফ্ফার, সাইমুল ইসলাম, মান্না আহমদ, সাইফুর রহমান, জয় রায়, আব্দুস সামাদ অপু, দেলওয়ার হোসেন, রাজন লাল দাস, সজীব দাস শুভ, আব্দুস সামাদ আজাদ, অমিত আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য