স্পোর্টস ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০২১ ০৯:৫৪

অবশেষে জিতল জুভেন্টাস

ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাব ছাড়র পর সেরি আয় জিতলে ভুলে যাওয়া জুভেন্টাস অবশেষে জয়ের দেখা পেল। চার ম্যাচ শেষে রীতিমত রেলিগেসন জোনে চলে যাওয়ার তুরিনের বুড়িদের উত্তরণ ঘটল। জমজমাট ম্যাচে হারাল তারা স্পেৎসিয়াকে।

বুধবার প্রতিপক্ষের মাঠে ৩-২ ব্যবধানে জিতেছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। আসরে পঞ্চম ম্যাচে এসে অবশেষে জয়ের স্বাদ পেল তুরিনের ক্লাবটি। প্রথম চার ম্যাচের দুটিতে তারা হেরেছিল, অপর দুটি ড্র।

ইতালিয়ান ফরোয়ার্ড মোইজে কিন ২৮তম মিনিটে এগিয়ে নেন দলকে। আদ্রিওঁ রাবিওর হেড পাসে ডি-বক্সের সামনে একজনের বাধা এড়িয়ে নিচু শটে গোলটি করেন তিনি।

পাঁচ মিনিট পরই সমতায় ফেরে স্বাগতিকরা। ডি-বক্সে জায়গা বানিয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শটে ঠিকানা খুঁজে নেন এমানুয়েল জিয়াসি। লিগে টানা ১৯ ম্যাচে গোল হজম করল জুভেন্টাস। ১৯৫৫ সালেই কেবল এর চেয়ে বেশি ম্যাচে টানা গোল হজম করেছিল তারা, ২১ ম্যাচে।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে এগিয়ে যায় স্পেৎসিয়া। সতীর্থের পাস ধরে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে গোলটি করেন আঁতিস্তে।

৬৬তম মিনিটে সমতা ফেরান ফেদেরিকো চিয়েসা। ডি-বক্সে জটলার মধ্যে বল পেয়ে দারুণভাবে একটু সামনে এগিয়ে নেন তিনি, এরপর পরাস্ত করেন গোলরক্ষককে।

ছয় মিনিট পর জয়সূচক গোলটি করেন মাটাইস ডি লিখট। কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা। নিচু শটে জাল খুঁজে নেন ডাচ ডিফেন্ডার।

পাঁচ ম্যাচে একটি জয় ও দুটি ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে আছে জুভেন্টাস। ৪ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে স্পেৎসিয়া। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে গত আসরের চ্যাম্পিয়ন ইন্টার মিলান। একটি করে ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে নাপোলি দুইয়ে ও ১০ পয়েন্ট নিয়ে এসি মিলান তিনে আছে। চারে থাকা আতালান্তারও ১০ পয়েন্ট, পাঁচ ম্যাচে।

আপনার মন্তব্য

আলোচিত