স্পোর্টস ডেস্ক

০৩ অক্টোবর, ২০২১ ২২:২৮

এবার এস্প্যানিওলের কাছেও হারল রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগে নবাগত শেরিফ তিরাসপুলের বিপক্ষে হারের পর এবার স্প্যানিশ লা লিগায় শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা এস্প্যানিওলের কাছেও হেরে গেছে রিয়াল মাদ্রিদ।

আরসিডিই স্টেডিয়ামে রোববার ২-১ গোলে ম্যাচ হারে রিয়াল।

এস্প্যানিওলের রাউল দে তমাসের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আলেইশ ভিদাল। করিম বেনজেমা একটি গোল শোধ করলেও হার এড়াতে যা ছিল না যথেষ্ট।

এনিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত তিন ম্যাচের দুই হারসহ কোনো ম্যাচেই জয়ের মুখ দেখল না ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটি।

রিয়াল মাদ্রিদ ম্যাচে ৬৬ শতাংশ বল দখলে রেখে ১৮ শটের মাত্র চারটি রাখতে পারে লক্ষ্যে। অন্যদিকে এস্প্যানিওলের মাত্র ৮টি শটের চারটি ছিল লক্ষ্য।

এই হারেও পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারাতে হয়নি রিয়াল মাদ্রিদকে। ৮ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে কার্লো আলচেলত্তির দল রয়েছে শীর্ষে। আর নয় পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে এস্প্যানিওল।

আপনার মন্তব্য

আলোচিত