স্পোর্টস ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০২২ ০২:৫৫

সুইজারল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

সুইজারল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল।

মঙ্গলবার রাতে লুসাইল স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচের পর্তুগিজরা ম্যাচ জিতে নেয় ৬-১ গোলে।

ক্রিশ্চিয়ানো রোনালদোর জায়গায় প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েই হ্যাটট্রিক করেন গনসালো রামোস। এটা বিশ্বকাপে পর্তুগিজদের চতুর্থ হ্যাটট্রিক। রামোসের আগে বিশ্বকাপে গত আসরে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো।

দলের পক্ষে বাকি গোলগুলো করেন পেপে, রাফায়েল গেরেরো ও রাফায়েল লিয়াও। সুইসদের পক্ষে একমাত্র গোল করেন ম্যানুয়াল আকনজি।

৩৯ বছর ৯ মাস বয়সে গোল করে পেপে গড়েছেন দারুণ একটা রেকর্ডও। বিশ্বকাপে তার চেয়ে বেশি বয়সে নকআউট গোল নেই আর কারো। পেপে ভেঙে ফেলেছেন ৩২ বছরের পুরনো রেকর্ড, ১৯৯০ বিশ্বকাপের নকআউটে গোল করে এই রেকর্ড গড়েন ক্যামেরুনের রজার মিলার।

কোয়ার্টার ফাইনালে পর্তুগাল খেলবে মরক্কোর বিপক্ষে।

আপনার মন্তব্য

আলোচিত