স্পোর্টস ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০২২ ০৫:২১

সবচেয়ে বেশি বয়সে নকআউট পর্বে গোলের রেকর্ড পেপের

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৩৩ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের নেওয়া শট হেড করে প্রতিপক্ষের জালে পাঠান পর্তুগিজ ডিফেন্ডার পেপে। তাতেই রেকর্ড বুকে উঠে যান পেপে।

প্রায় সাড়ে ছয় দশক পর বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সে গোল করার নতুন রেকর্ড হলো।

বিশ্বকাপের মঞ্চে নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সের গোলের রেকর্ডটি এতদিন সুইডেনের গুনার গ্রেনের দখলে। ১৯৫৮ আসরে সেমি-ফাইনালে তখনকার পশ্চিম জার্মানির বিপক্ষে ৩৭ বছর ২৩৬ দিন বয়সে গোল করেছিলেন তিনি।

তার চেয়ে প্রায় দুই বছর বেশি বয়সে (৩৯ বছর ২৮৩ দিন) গোল করে গ্রেনকে ছাড়িয়ে গেলেন পেপে।

সব মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় বেশি বয়সী গোলদাতা পেপে। ১৯৯৪ বিশ্বকাপে ক্যামেরুনের জার্সিতে গ্রুপ পর্বে রাশিয়ার বিপক্ষে ৪২ বছর ৩৯ দিন বয়সে গোল করেছিলেন রজার মিলার।

নিজ দেশের ক্ষেত্রে রেকর্ডটি অবশ্য পেপের। এবারের আসরেই গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ৩৭ বছর ২৯৫ দিন বয়সে গোল করে রেকর্ডটি গড়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতাকে বেঞ্চে রেখে সুইসদের বিপক্ষে ম্যাচে একাদশ সাজান পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস।

সুইজারল্যান্ডের বিপক্ষে পর্তুগাল ম্যাচ জিতেছে ৬-১ গোলে। পেপের এই রেকর্ড গোল ছাড়াও ম্যাচে হ্যাটট্রিক করেছেন গনসালো রামোস। অপর গোল দুটি করেছেন রাফায়েল গেরেরো ও রাফায়েল লিয়াও।

আপনার মন্তব্য

আলোচিত