নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি , ২০১৫ ২০:১৫

সোমবার সকালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় সিডনিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল ।

আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় সিডনিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল । বিশ্বকাপ খেলতে আগেবাগে অস্ট্রেলিয়ায় পৌঁছে নিজেদের আয়োজনে দুটি প্রস্তুতি ম্যাচেই ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে হেরেছে মাশরাফির দল ।ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় দুটি ম্যাচেই খেলতে পারেননি তামিম ইকবাল । এরমধ্যে কোচ হাতুরাসিঙ্গের সাথে ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের মনোমালিন্যের খবর দেশের কয়েকটি মিডিয়ায় প্রকাশ হবার পর দলের মনোবল নিয়ে প্রশ্ন তোলেছেন অনেকে । এই যখন অবস্থা তখন পাকিস্তানের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেয়ার ম্যাচে মাঠে নামতে হচ্ছে সাকিবদের ।
প্রস্তুতি ম্যাচ হলেও পাকিস্তানের সাথে খেলা হওয়ায় বাড়তি একটা চাপ কাজ করবে খেলোয়াড়দের । ৯৯ বিশ্বকাপে এই পাকিস্তানকে হারিয়েই বাংলাদেশ ক্রিকেটের নবযাত্রা ।
কিন্তু এরপর পাকিস্তানের সাথে খেলা মানেই যেন তীরে এসে তরী ডোবার গল্প ।  কাছে টেষ্ট, টি/২০ এবং ওয়ানডেতে অনেক জেতা ম্যাচও শেষ মুহুর্তে হারতে হয়েছে বাংলাদেশকে ।
সর্বশেষ এশিয়া কাপে ৩২২ রান করেও শেষ মুহুর্তে আফ্রিদীর ঝড়ো ইনিংসের কাছে হার মানতে হয়েছিলো । মুলতান টেষ্টের ১ উইকেটের পরাজয় আজও বাংলাদেশের ক্রিকেটে ট্রাজেডি হিসেবে বিবেচিত হয় ।

এদিকে পাকিস্তানও যেন খুব ফুরফুরে মেজাজে আছে এমন নয় । সর্বশেষ সিরিজে নিউজিল্যান্ডের সাথে নাস্তানাবুদ হবার পর পেয়েছে আরও দুটি দুঃসংবাদ । পেসার জুনায়েদের পর ইনজুরি কেড়ে নিয়েছে ওপেনার মোহাম্মদ হাফিজের বিশ্বকাপও।
সাঈদ আজমলের বোলিং একশন বৈধ্য হলেও তাকে বিশ্বকাপ দলে নেয়াও এখনোও নিশ্চিত নয় ।

 বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজা জানিয়েছেন , বাড়তি কোন চাপ নিচ্ছেন না তারা । একটা সাধারন প্রস্তুতি ম্যাচ মনে করেই খেলবেন তবে অবশ্যই জেতার চেষ্টা থাকবে শতভাগ ।

 

আপনার মন্তব্য

আলোচিত