স্পোর্টস ডেস্ক

০১ জানুয়ারি, ২০২৪ ১৩:৩১

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা, অধিনায়ক মাহফুজুর

চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এ আসরকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সদ্যসমাপ্ত এশিয়া কাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন মাহফুজুর রহমান রাব্বি। বিশ্বকাপেও বাংলাদেশ নেতৃত্ব দেবেন তিনি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ স্কোয়াড:
মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ অধিনায়ক), আশিকুর রহমান শিবলি, জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রাফিউজ্জামান রাফি, রোহানাত দৌলা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকি ও মারুফ মৃধা।

এ ছাড়া স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে নাইম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ ও একান্ত শেখকে রাখা হয়েছে।

উল্লেখ্য, ১৯ জানুয়ারি শুরু হয়ে এ টুর্ণামেন্টটি চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৬ দলের এই আসরে এবার ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। চার গ্রুপ থেকে ১২ দল নিয়ে হবে দুই গ্রুপের সুপার সিক্স পর্ব।

আগামী ১৯ জানুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচ। পরেরদিন পাঁচ বারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে ২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ।


আপনার মন্তব্য

আলোচিত