স্পোর্টস ডেস্ক

২১ এপ্রিল, ২০২৪ ০০:৩৫

চেলসিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি

ছবি: সংগৃহীত

গতবারের মতো এবারও ট্রেবল জেতার সুযোগ ছিল ম্যানচেস্টার সিটির। তাদের সে স্বপ্ন ভেঙে গেছে। রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হারের পরের ম্যাচেই অবশ্য ডাবল জয়ের পথে রয়েছে ম্যান সিটি।

এখন এফএ কাপ এবং প্রিমিয়ার লিগ জিতলে ডাবল জেতা হবে ইংলিশ ক্লাবটির।

ওয়েম্বলিতে চেলসিকে ১–০ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় বছর এফএ কাপের ফাইনালে উঠেছে পেপ গার্দিওলার দল।

এরআগে ১৯৩৩, ১৯৩৪ এবং ১৯৯৫ এবং ১৯৯৬ সালে টানা দুইবার এফএ কাপের ফাইনালে উঠেছিল ম্যানচেস্টার সিটি।

ম্যাচের ৮৪ মিনিটে সিটির জয়ের গোলটি করেন বের্নার্দো সিলভা।

শেষ দিকে জয়ের গোলটা সিটি করলেও ম্যাচে একাধিক গোলের সুযোগ পেয়েছিল চেলসি। প্রথমার্ধে সিটি বলের দখলে এগিয়ে থাকলেও লক্ষ্যে একটিও শট রাখতে পারেনি। কিন্তু ওই সময় চেলসির লক্ষ্যে শট ছিল ৩টি।

আপনার মন্তব্য

আলোচিত