স্পোর্টস ডেস্ক

১১ এপ্রিল, ২০২৪ ০৭:৫২

রাফিনিয়ার জোড়া গোলে পিএসজিকে হারাল বার্সেলোনা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্যারিস সেইন্ট জার্মেইনকে (পিএসজি) ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা।

বুধবার (১০ এপ্রিল) ফ্রান্সের প্যারিসে পার্ক দেস প্রিন্সেসে অনুষ্ঠিত হয় এ ম্যাচ।

ম্যাচে বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলের ২৭ বছর বয়সী উইঙ্গার রাফিনিয়া। অপর গোলটি ক্রিস্টেনসেনের। পিএসজির হয়ে গোল দুটি করেছেন ওসুয়ান দেম্বেলে ও ভিটিনিয়া।

খেলার ৩৭তম মিনিটে ডি-বক্স থেকে রাফিনিয়ার নিখুঁত শট জালে জড়ালে এগিয়ে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই চমৎকার এক গোলে পিএসজিকে সমতায় ফেরান দেম্বেলে। এরপর ৫১তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। ফাবিয়ান রুইসের কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ভিটিনিয়া।

পিএসজির গতির সঙ্গে পেরে উঠছিল না বার্সেলোনা। কঠিন পরিস্থিতিতে ৬২তম মিনিটে আবারও দলকে অসাধারণ এক ফিনিশিংয়ে পথ দেখান রাফিনিয়া।

এরপরই রাফিনিয়া ও ফ্রেংকি ডি ইয়ংকে তুলে নেন জাভি। বদলি নামা খেলোয়াড় ক্রিস্টেনসেন কর্নার থেকে ৭৭তম মিনিটে চমৎকার হেডে এগিয়ে যায় বার্সেলোনা।

আগামী মঙ্গলবার এগিয়ে থাকার স্বস্তি নিয়ে ঘরের মাঠে ফিরতে লেগে লড়াইয়ে নামবে বার্সেলোনা।

আপনার মন্তব্য

আলোচিত