নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি , ২০১৫ ১২:১৭

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করল নিউজিল্যান্ড

ক্রাইসচার্চে ২০১৫ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও গত ২ বিশ্বকাপের ফাইনালিষ্ট শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়ে দুরন্ত সূচনা করেছে সহ আয়োজক নিউজিল্যান্ড।

ক্রাইসচার্চে ২০১৫ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও গত ২ বিশ্বকাপের ফাইনালিষ্ট শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়ে দুরন্ত সূচনা করেছে সহ আয়োজক নিউজিল্যান্ড।
টস জিতে শ্রীলঙ্কান অধিনায়ক এঞ্জেলো ম্যাথুউস কিউই'দের ব্যাট করার আমন্ত্রন জানান। মার্টিন গাপটিলকে নিয়ে কিউই কাপ্তান ব্রান্ডন ম্যাককুলাম ১১১ রানের জুটি গড়ে বড় কিছুর ইঙ্গিত দেন । গাপটিল ৪৯ ও ম্যাককুলাম ৬৫ রান করে আউট হয়ে গেলেও । কেইন উইলিয়ামসনের ৫৭ এবং শেষের দিকে কোরি এন্ডারসনের ঝড়ো ৭৫ রানের উপর ভর করে ৩৩১ রানের পাহাড় করে ব্লাক ক্যাপসরা । শ্রীলঙ্কার পক্ষে সুরাঙ্গা লাকমাল ও মেন্ডিস ২টি করে । কুলাসেকারা ও হেরাথ ১টি করে উইকেট নেন ।

জবাবে দেখে শুনেই শুরে করেছিলেন লঙ্কান দুই ওপেনার থিরিমানে এবং দিলশান । দিলশানের স্বাভাব বিরুদ্ধ ২৪ এর সাথে থিরিমানের ৬৭ রানের জুটী ভাঙ্গে দিলশান আউট হয়ে গেলে
। সাঙ্গাকারাকে নিয়ে থিরিমানে টানছিল লঙ্কান ইনিংস । কিন্তু হঠাৎ ছন্নছাড়া হয়ে যায় লঙ্কান টপ অর্ডার ।
থিরিমানে ৬৫ রান করে আউট হবার পর জয়াবর্ধনে ০ ও সাঙ্গাকারা ৩৯ রানে ফিরে গেলে বড় পরাজয়ের শঙ্কায় পড়ে এশিয়ান লায়নরা ।

শেষ দিকে কাপ্তান ম্যাথিউর ৪৬ রান করলেও বড় পরাজয় ঠেকাতে পারেননি । সাউদি , বোল্ট, মিলান , ভেট্টোরি ও এন্ডারসন ২টি করে উইকেট নেন । ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স করে ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার লাভ করেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরি এন্ডারসন ।

আপনার মন্তব্য

আলোচিত