২৯ নভেম্বর, ২০২৪ ১৩:৩০
দেশের আইনজীবীদের নিয়ে এ বছর থেকে শুরু হয়েছে অ্যাডভোকেটস প্রিমিয়ার লিগ (এপিএল)। চলতি মাস থেকেই শুরু হয় এই টি-১০ টুর্নামেন্ট। এতে ব্যাট বলের লড়াইয়ে নামেন আইনজীবীরা।
এই ক্রিকেট লিগে অংশ নিতে সারা দেশের আইনজীবীদের টিম আহবান করা হয় আয়োজকদের পক্ষ থেকে।
তবে ওর অনেক আগে থেকেই এসডিবিএ ক্রিকেট লাভার্স নাম দিয়ে ২০১৬ সালে যাত্রা করে সিলেট জেলা বারের আইনজীবী ক্রিকেট দল। এই দলের কয়েকজনকে সংগঠিত করে এপিএল'র জন্য নতুন করে টিম গঠনের প্রক্রিয়া শুরু করেন অ্যাডভোকেট মো. আজমল হোসেন (গাজী আজমল), রব নেওয়াজ রানা, অহিদুর রহমান চৌধুরী, সলমান উদ্দিনসহ কয়েকজন। টিম গঠন, অর্থ সংস্থানের চ্যালেঞ্জকে সঙ্গী করে উৎসাহ নিয়ে শুরু হয় ব্যাট বলের প্র্যাকটিস। কখনো মাঠে, কখনোবা সামর্থ্য অনুযায়ী ইনডোর ভাড়া নিয়ে চলে অনুশীলন।
ঢাকার ফার্মগেটের ইন্দিরা রোডের মাঠে ২২ গজের পিচে সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে চার-ছয়ের বিস্ফোরণ ঘটান সিলেটের বুলবুল, সাগর, তানভীর। তারা তিনজনই অভিজ্ঞ ব্যাটসম্যান। তাদের এই আত্মবিশ্বাসের সাথে সমানতালে যোগান দেন দেলোয়ার, কামরুল, মোস্তাকসহ অন্যরা। তাদের যোগ্য সাহচর্য দেন দলের বোলার ও ফিল্ডাররা। খেলায় দর্শক সারিতে বসে দলকে উৎসাহ জানাতে সিলেট থেকে ঢাকায় ছুটে যান আরও কয়েকজন সতীর্থ আইনজীবী। ঢাকায় অবস্থান করা আরও কয়েকজন আইনজীবীও শামিল হন তাতে। এতেই ঘটে যায় অভাবনীয় সাফল্য।
গত ১৫ নভেম্বর শক্তিশালী ঢাকা, সুনামগঞ্জ ও হবিগঞ্জের তিনটি দলের বিরুদ্ধে টানা জয় পায় সিলেট। দুর্দান্ত জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে যায় টিম সিলেট।
এরই মধ্যে ২১ নভেম্বর খবর আসে সিলেটের হয়ে নজরকাড়া নৈপুণ্য দেখিয়ে শেখ আবুল হাসনাত বুলবুল ও মো. মহিদুর রহমান আসন্ন অ্যাডভোকেট এশিয়া কাপ ও অ্যাডভোকেট ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের দলে প্রাথমিক ভাবে তালিকাভুক্ত হয়েছেন।
১৫ দিন বিরতির পর আগামীকাল শনিবার (৩০ নভেম্বর) যথাক্রমে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ঢাকায় একই ভ্যানুতে।
এতে সাফল্যের ধারা অব্যাহত রাখতে মরিয়া সিলেট টিমের কোচ, ম্যানেজার, টিম অফিসিয়ালসহ সবাই। ২২ নভেম্বর টিম অনুশীলনে যুক্ত হয়ে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিংয়ে অনেক টেকনিক শিখিয়ে দেন একসময়ের তারকা ক্রিকেটার ও সিলেট জেলা বারের আইনজীবী সুমিত শ্যাম পল।
দলীয় শক্তিতে উজ্জীবিত হয়ে খেলতে পারবেন বলে আশাবাদী সিলেটের খেলোয়াড়রা। কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল ও ফাইনাল খেলায় সব বাধা অতিক্রম করে চ্যাম্পিয়ন ট্রফি হাতে করে ফিরতে চান সিলেটের টিম সংশ্লিষ্টরা।
আপনার মন্তব্য