
০৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৫৩
বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল দলে নেই নেইমার–ভিনিসিয়াস–রদ্রিগোসহ একাধিক সেরা তারকা। এনিয়ে আলোচনা চলছিল কয়েকদিন ধরে। কার্লো আনচেলত্তির এই দল কেমন খেলে এটা নিয়ে ছিল বেশ আগ্রহ। তবে সবকিছু ছাপিয়ে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল।
মারকানায় শুক্রবার বাংলাদেশ সময় সকালে চিলির বিপক্ষে ব্রাজিলের জয় ৩-০ গোলে।
দলের পক্ষে গোল করেছেন এস্তেভাও, লুকাস পাকেতা এবং ব্রুনো গিমারেস।
ম্যাচে বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিসহ সব দিক থেকেই দাপট দেখিয়েছে ব্রাজিল। ৬৫ শতাংশ বলের দখল রাখা ব্রাজিল ২২টি শট নিয়ে ৮টিই রেখেছে লক্ষ্যে। অন্য দিকে ৩৫ শতাংশ বলের দখল রাখা চিলি ৩টি শট নিলেও কোনোটিই লক্ষ্যে ছিল না।
আপনার মন্তব্য