
০৮ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪১
বিশ্বকাপ বাছাইপর্বে তুরস্কের জালে ৬ গোল দিয়ে স্পেন। ম্যাচে মিকেল মেরিনো করেছেন হ্যাটট্রিক, পেদ্রি করেছেন জোড়া গোল, আর অপর গোলটি ফেরনান তরেস।
ম্যাচের ষষ্ঠ মিনিটে নিকো উইলিয়ামসের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে শটে দলকে এগিয়ে নেন স্পেনের পেদ্রি।
২২তম মিনিটে নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় স্পেন। ডি-বক্সে চার জন নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করে পেনাল্টি স্পটের কাছ থেকে শটে বল জালে পাঠান মেরিনো।
প্রথমার্ধের একেবারে শেষ দিকে মিকেল ওইয়ারসাবালের পাস বক্সে ফাঁকায় পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন মেরিনো।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ইয়ামালের পাস ধরে স্কোরলাইনে নাম লেখান তরেস।
চার মিনিট পর বুদ্ধিদীপ্ত শটে, দৃষ্টিনন্দন গোলে হ্যাটট্রিক পূরণ করেন মেরিনো।
৬২তম মিনিটে স্কোরলাইন ৬-০ করেন পেদ্রি। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে স্পেন।
আপনার মন্তব্য