সিলেটটুডে ডেস্ক

০২ মার্চ, ২০১৬ ১৯:৩২

স্বপ্নের ফাইনালের জন্যে বাংলাদেশ চাই ১৩০ রান

ফাইনালে যাওয়ার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান সংগ্রহ করে ১২৯রান ৭ উইকেট হারিয়ে।

পাকিস্তানের পক্ষে সরফরাজ করেন ৫৮ রান। আল-আমিন নেন ৩ উইকেট।

বুধবার (২ মার্চ) এশিয়া কাপের এ গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

বাংলাদেশ দলে আজ দুটি পরিবর্তন এসেছে। সৌম্য সরকার ফিরে পেয়েছেন তার পুরনো ওপেনিং সঙ্গী তামিম ইকবালকে।

স্পিন দিয়ে আজ পাকিস্তান বধের স্বপ্ন দেখছেন মাশরাফি। নুরুল হাসানের বদলে দলে এসেছেন আরাফান সানি।

ইনিংসেরইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ওপেনার খুররম মনজুরের উইকেট নিয়েছেন আল আমিন।

গুড লেন্থে পড়া আল আমিনের প্রথম বলটি বেশ ভালো বাউন্স পেয়েছিল। আর সেটা মনজুরের ব্যাট ছুঁয়ে জমা হয় মুশফিকের গ্লাভসে।

এরপর বেশ স্বচ্ছন্দেই খেলছিলেন শেরজিল। তবে আরাফাত সানির চতুর্থ ওভারের পঞ্চম বলে বোল্ড হন অপর পাক ওপেনার। এক ছক্কায় ১০ রান করেন শেরজিল।

বল হাতে প্রথম ওভারে সফল হয়েছেন মাশরাফিও। ম্যাশের পঞ্চম ওভারের পঞ্চম বলে লেগ বিফোর হন পাকিস্তানের ব্যাটিং স্তম্ভ মোহাম্মদ হাফিজ। ১১ বলে ২ রান করেন হাফিজ। এ সময় বেশ কয়েকটি উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে পাকিস্তান। টাইগার বোলারদের সামনে অসহায় হয়ে পড়ে পাক ব্যাটসম্যানরা।

আমিরাত ম্যাচের নায়ক উমর আকমলও ফিরে যান দ্রুতই। তাসকিনের বলে বড় শট খেলতে গিয়ে সাকিবের কাচে পরিণত হয় এই ব্যাটসম্যান। পাকিস্তানের রান তখন মাত্র ২৮।

১৩ ওভার শেষে পাকিস্তান ৫৪/৪
১৪ ওভার শেষে পাকিস্তান ৬৫/৪
১৫ ওভার শেষে পাকিস্তান ৭৯/৪
১৬ ওভার শেষে পাকিস্তান ৯১/৪
১৭ ওভার শেষে পাকিস্তান ১০১/৫
শোয়েব মালিক ২৯ বলে ৪১ রান করে আরাফাত সানির বলে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের ফেরত যান। পাকিস্তানের ৫ম উইকেটের পতন হয় ৯৮ রানে।

১৮ ওভার শেষে পাকিস্তান ১০৫/৬
শহীদ আফ্রিদি ২ বলে শূন্য রানে আল আমিনের বলে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে ফেরত যান। পাকিস্তানের ৬ষ্ঠ উইকেটের পতন হয় ১০২ রানে।

১৯ ওভার শেষে পাকিস্তান ১১৭/৬
তাসকিন আহমেদ তাঁর ৪ ওভারে দেন ১৪ রান। সরফরাজ হাফসেঞ্চুরি করেন বাউণ্ডারির মাধ্যমে।

২০ ওভার শেষে পাকিস্তান ১২৯/৭
আল-আমিনের বলে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে আউট হন আনোয়ার আলী। এর আগে করেন ১৩ রান।

বাংলাদেশ দল : সৌম্য সরকার, তামিম ইকবাল, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি মতুর্জা, আল আমিন, আরাফাত সানি ও তাসকিন আহমেদ।

পাকিস্তান দল : মোহাম্মদ হাফিজ, শেরজিল খান, খুররম মনজুর, উমর আকমল, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, আনোয়ার আলী, মোহাম্মদ সামি, মোহাম্মদ আমের ও মোহাম্মদ ইরফান।

আপনার মন্তব্য

আলোচিত