স্পোর্টস ডেস্ক

০৯ মার্চ, ২০১৬ ২৩:৪৩

‘দলের সবারই বিশ্বাস, মাশরাফি ভাই কিছু একটা করবেন’

মাশরাফির প্রতি বরাবরই অনেক আস্থা তামিম ইকবালের। বল কিংবা ব্যাট হাতে যখনই তিনি মাঠে নামেন তখনই ড্রেসিংরুমে স্বস্তির সুবাতাস বয়ে যায়। সতীর্থরা ভাবেন তাদের অধিনায়ক কোনও না কোন কিছু করবেনই। বুধবারও যেমন ভেবেছিলেন তামিম ইকবাল। অবশেষে সেই 'কিছু একটা' করেছেন মাশরাফি।

নেদারল্যান্ডসের ইনিংসের ১৭তম ওভার। ৪ ওভারে ৪২ রান প্রয়োজন ডাচদের। টানটান উত্তেজনা। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত। ওই সময় বল হাতে তুলে নেন মাশরাফি। দারুণ বল করে ওই ওভারে মাত্র ৩ রান দেন ম্যাশ।

ম্যাচ শেষে এ প্রসঙ্গে তামিম বলেন, ‘ওই ওভারটা আমাদের জন্যে খুব গুরুত্বপূর্ণ ছিল। ওই ওভারে যদি ১৫-১৬ রান হয়ে যেত, তাহলে ম্যাচটা আমাদের কাছ থেকে বের হয়ে যেতে পারতো। মাশরাফি ভাই, আল-আমিন, তাসকিন খুবই ভালো বোলিং করেছে। তাদের প্রশংসা করলেও কম হয়ে যাবে। ওরা ফাস্ট বোলিং ভালোই খেলে। অথচ ওদের আমরা পেস বোলিং দিয়েই ঘায়েল করলাম। দলের সবারই একটা বিশ্বাস থাকে, মাশরাফি ভাই কিছু একটা করবেন। উনি অনেক দিন ধরে খেলছেন। আমাদের বিশ্বাস ছিল তিনি ভিন্ন কিছু করে দেখাবেন। ১৫ বছর ধরে উনি এটাই করে দেখাচ্ছেন। সামনেও আরও দেখবো।’

আপনার মন্তব্য

আলোচিত