ক্রীড়া প্রতিবেদক

০৪ মার্চ, ২০১৫ ২২:১৫

পৃথিবীর সবচেয়ে সুন্দর মাঠে নামবে টাইগাররা

নেলসন শহরের সেক্সটন ওভালে বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে স্কটল্যান্ডের

২০০৯ সালের স্থাপিত নিউজিল্যান্ডের নেলসন শহরের সেক্সটন ওভালে বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে স্কটল্যান্ডের । মাত্র ৬ হাজার দর্শক ধারন ক্ষমতা সম্পন্ন হলেও এই স্টেডিয়ামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ।
মনে করা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম স্টেডিয়াম এটি । নয়নভোলানো এই স্টেডিয়ামে খেলা দেখাই যেন অন্যরকম আনন্দদায়ক ব্যাপার ।  
এই স্টেডিয়ামের একপাশে রয়েছে পাহাড়ের সারি । অবারিত আকাশ আর আরেক পাশে রয়েছে ঘন জঙ্গল । ঘাসের গ্যালারীর এক পাশে শুয়েও খেলা দেখতে পারবেন দর্শকরা । তবে গ্যালারীগুলো ছোট হওয়া দর্শক বসতে পারেন মাত্র ৬ হাজার ।
ফ্লাডলাইটের সুবিধা না থাকায় এখানে অনুষ্ঠিত সবগুলো খেলাই হচ্ছে দিনের বেলায় । সময়ের হিসাবে তাই বাংলাদেশী দর্শকদের ভোর রাতে উঠে বসতে হবে টিভির সামনে । প্রিয় দল বাংলাদেশ বলে কথা ।সুন্দর মাঠে টাইগারদের একটি সুন্দর জয়ই প্রত্যাশা সবার ।

আপনার মন্তব্য

আলোচিত