ক্রীড়া প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০১৬ ১৭:১১

নেপালের জালে বাংলাদেশের ৯ গোল

এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল

নেপালের জালে ৯ গোল দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিক (দক্ষিণ ও মধ্যাঞ্চল) চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশের মেয়েরা ভারতকে হারিয়েছিল।

তাজিকিস্তানের দুশানবের অ্যাভিয়েটর স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৮ এপ্রিল)  ‘বি’ গ্রুপের ম্যাচে নেপালের জালে ৯ গোল করলেও নিজেদের জাল অক্ষত রাখে বাংলাদেশ। হ্যাটট্রিক করেন অধিনায়ক মার্জিয়া ও অনুচিং মগিনি।

ভারতকে ৩-১ গোলে হারিয়ে এই আসরে শুভসূচনা করেছিল মার্জিয়ারা। টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে উঠল বাংলাদেশ।

দ্বিতীয় মিনিটে মার্জিয়ার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্দশ ও ৬৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন বাংলাদেশের এই অধিনায়ক। ১৭, ২৮ ও ৩৮ তম মিনিটে গোল করে এর আগে হ্যাটট্রিক করেন মগিনি। তহুরা খাতুন দুটি ও সাজেদা খাতুন একটি গোল করেন।

নেপালে গত আসরের ফাইনালে স্বাগতিকদের হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দল।

আপনার মন্তব্য

আলোচিত